বাংলা হান্ট ডেস্ক : আগামী ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন হতে চলেছে। তার জন্য সেখানে জোরকদমে চলছে প্রস্তুতি। কিন্তু আপনারা জানেন কি, বাংলার নদীয়া জেলায় ২৫৬ বছর পুরনো রাম মন্দির রয়েছে।
সেই সময়টা ছিল ব্রিটিশ আমলের সময়। রাজা কৃষ্ণচন্দ্র রায় (Raja Krishnachandra Roy) তখন এই রাম মন্দির প্রতিষ্ঠা করে ছিলেন। আপনারা হয়তো অনেকেই আছেন যারা এই রাম মন্দির সম্পর্কে জানেন না। এই মন্দিরটি অবস্থিত নদীয়া জেলার মাজদিয়ার থেকে ৩ কিমি দূরে শিবনিবাস (Shibnibash) গ্রামে অবস্থিত। রাজা কৃষ্ণচন্দ্র এই গ্রামের নামকরণ ভগবান শিবের নাম থেকে করেছিলেন।
সেখানকার পুরোহিত এবং সাধারণ মানুষের দাবি সরকার যদি এই মন্দিরের দিকে নজর দেয় তাহলে, এই মন্দির আরও উন্নত হবে। এখানে বেশ কয়েকটি আগে মন্দির ছিল। তবে এখন রয়ে গিয়েছে দুটি শিব মন্দির এবং একটি রাম মন্দির। এই মন্দিরগুলির উচ্চতা প্রায় ৬০ ফুট।
এই মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট। এটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট। এর পাশেই রয়েছে ভগবান রাম-সীতার মন্দির (Ram-Sita Mandir)। এই মন্দিরটি একটি উঁচু বেদির উপর স্থাপিত রয়েছে। এই মন্দিরের শিখরটি একটি দালান আকারের কঠোর উপর স্থাপিত রয়েছে। এ কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে, এই রাম মন্দিরটিতে টেরাকোটা’র (Terracotta) কোনও কাজ নেই।
সূত্রের খবর, বিশপ হেয়ার সাহেব ১৮২৪ খ্রিস্টাব্দে নৌকা করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে মন্দিরগুলি দেখেন। এবং তিনি মন্দিরগুলিকে দেখে মুগ্ধ হন। তিনি এই মন্দিরগুলির নিয়ে ১৮২৮ খ্রিস্টাব্দে লন্ডন (London) থেকে জার্নালে (Journal) প্রকাশ করেন।