‘বিজেপির থেকে হলেও আপত্তি নেই, শুধুমাত্র একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই: দেব

বাংলাহান্ট ডেস্কঃ ‘একজন বাঙালি প্রধানমন্ত্রী হলে কষ্টটা বুঝবেন, তবে সে বিজেপির থেকে হলেও আপত্তি নেই’- মঙ্গলবার এমনটাই জানালেন ঘাটালের তারকা সাংসদ দেব (dev)। তাঁর কথায়, একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি বাঙালীর কষ্টটা বুঝবেন, ঘাটালবাসীর দুঃখও বুঝবেন।

চলতি মরশুমে একদিকে বৃষ্টির জল এবং অন্যদিকে DVC-র ছাড়া জলে বানভাসী হয়েছিল তারকা সাংসদ দেবের এলাকা ঘাটাল। শুধুমাত্র ঘাটালই নয়, দাসপুর-কেশপুর সহ বহু এলাকা জলমগ্ন হয়েছ পড়েছিল। সেই সময় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে দেব বলেছিলেন, ‘মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে, ঘাটালের মাস্টার প্ল্যান পাশ হবে’। আর দেবের সেই মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল রাজনীতির অন্দরে।

dev1 1615639721

তবে এবার সেই ঘাটালের মাস্টার প্ল্যান ইস্যুতে মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মানস ভুঁইঞা, জুন মালিয়া এবং ঘাটাল সাংসদ দেবও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, ‘দিদির কাছে ভালো হওয়ায় জন্য, আমি সেদিন ওই কথাটা বলিনি। ঘাটালবাসীর কষ্টটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘাটালের সঙ্গে সঙ্গে দাসপুর-কেশপুর সহ আমার যে সব এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে, তাঁদের ভালোর জন্যই এমনটা বলেছিলাম’।

দেব আরও জানান, ‘গত ৩০ বছর আমি এমন বন্যা দেখিনি। গত ৭ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়ছি। কিন্তু এতোবার বলেও, তাঁদের কানে কিছুই পৌছাচ্ছে না। তাই আমার মনে হয়, একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে মানুষের কষ্টটা বুঝতে পারতেন। শুধুমাত্র ভোটের সময় আসবেন, আর সোনার বাংলা গড়বেন বলে চলে যাবেন, এমন চাই না’।

দেবের কথায়, ‘একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই। তা সে বিজেপির দিক থেকে হলেও কোন আপত্তি নেই। তবে বাঙালি হলেই সে ঘাটালবাসীর কষ্টটা বুঝবে। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এতদিনে শুরু হয়ে যেত। কাউকে আমি ছোট বা বড় করতে চাইছি না। শুধুমাত্র ঘাটালের মানুষের জন্য এমনটা বলেছি’।

Smita Hari

সম্পর্কিত খবর