কোর্ট থেকে জামিন পেয়েও নেই স্বস্তি, আবারও গ্রেফতার আরামবাগ টিভির সম্পাদক সফিকুল ইসলাম

Bangla Hunt Desk: আরামবাগ (Arambag) টিভির সম্পাদক সফিকুল ইসলাম (Sofikul Islam), ৩ টি মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে শনিবারই সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু ছাড়া পাবার আগেই ঘটে গেলে আরও এক বিপত্তি। আবারও যেতে হল সেই সংশোধনাগারেই।

ভুয়ো খবর টিভিতে সম্প্রচার করার কারণে গ্রেপ্তার হয়েছিলেন আরামবাগ টিভির সম্পাদক সফিকুল ইসলাম। সেইসঙ্গে তাঁর স্ত্রী আলিমা ও সাংবাদিক সুরজ আলি খানও তারই সঙ্গে সংশোধনাগারে শাস্তি পেতে থাকেন।

সংশোধনাগারেই থাকতে হল সফিকুল ইসলামকে
গত শনিবার হাইকোর্ট থেকে পাওয়া জামিনে জেল থেকে মুক্তি পাবার কথা ছিল আরামবাগ টিভির সম্পাদক সফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা ও সাংবাদিক সুরজ আলি খানের। স্ত্রী আলিমা ও সাংবাদিক সুরজ আলি খান ছাড়া পেয়ে গেলেও, সংশোধনাগারেই থাকতে হল সফিকুল ইসলামকে।

IMG 20200816 094147

ফের গ্রেপ্তার হলেন সফিকুল
সংশোধনাগার থেকে ছাড়া পাবার নথিপত্র সেখানে পৌঁছে গেলেও, সুমন্ত যশ নামে এক ব্যক্তির অভিযোগে আবারও তাঁকে গ্রেপ্তার করা হল। তবে এই মামলার ক্ষেত্রে সফিকুল ইসলামকে দ্বিতীয়বার আর গ্রেপ্তার করা যাবে না, সেকথা বলা হলেও, তদন্তের স্বার্থে তাঁকে গ্রাপ্তার করা হয়েছে।

ক্ষিপ্ত সফিকুলের আইনজীবীরা
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সফিকুলের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই বিষয়ের জন্য সফিকুলকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। আমরা এই বিষয়ে আদালতের সাথে কথা বলব’। সফিকুলের আরও এক আইনজীবী আরামবাগ কোর্টে আইনজীবী অরূপ হাজরা বলেছেন, ‘এই ঘটনা আমাদের জেদকে আরও বাড়িয়ে দিয়েছে।আমরা এর শেষ দেখে ছাড়ব’।


Smita Hari

সম্পর্কিত খবর