বাংলা হান্ট ডেস্ক: ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির প্রচারের জন্য জাতীয় ক্রীড়া দিবসকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রচার কর্মসূচির সূচনায় দেশের জনগণকেও এর অংশ হওয়ার আহ্বান জানালেন তিনি। ২৫ আগস্ট মন কি বাত অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া কর্মসূচির ঘোষণা করেন। গোটা দেশে সুস্থতা ও সুস্বাস্থ্যের সংস্কৃতি গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
Delhi: Prime Minister Narendra Modi launches #FitIndiaMovement from Indira Gandhi Stadium, on the occasion of #NationalSportsDay. Says, "On this day a great sportsperson was born, Major Dhyan Chand. He amazed the world with his his fitness, stamina, and hockey stick." pic.twitter.com/HKHV7P14Ug
— ANI (@ANI) August 29, 2019
বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির উদ্বোধন করে বলেন, ‘সাফল্যের জন্য কোনও লিফট নেই। আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। আপনি মানসিকভাবে ফিট এবং শারীরিকভাবে ফিট না হলে সফল হতে পারবেন না’। সকাল ১০টা থেকে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির সূচনা হয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাস, কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া-সহ অসংখ্য ক্রীড়া ব্যক্তিত্ব কেন্দ্রের এই ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন।
Today, on National Sports Day we pledge to strength Fit India Movement! https://t.co/0BmpLreJPP
— Narendra Modi (@narendramodi) August 29, 2019
ফিট ইন্ডিয়া’ কর্মসূচির উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের দৈনন্দিন জীবন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ফিটনেস জরুরি।” দেশবাসীকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ফিটনেসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন।”