রাজ্যের মন্ত্রীর সাথে কেন্দ্রীয় মন্ত্রীর ফোনালাপ, মুখ্যমন্ত্রীর সফরকালেই বাংলার জন্য এল সুখবর

বাংলাহান্ট ডেস্ক : ১০০ দিনের কাজের টাকা কি শীঘ্রই রাজ্য হাতে পেতে চলেছে? কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিনাথ সিং সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সেই আশ্বাসই দিলেন। সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের মধ্যে সম্প্রতি ফোনে কথা হয়েছে।

গিরিরাজ প্রদীপ মজুমদারকে ফোনে বলেন, “১০০ দিনের কাজের টাকা আপনারা পেয়ে যাবেন। আশ্বস্ত করছি আমি আপনাদের।” সূত্রের খবর কেন্দ্রীয় মন্ত্রী প্রদীপবাবুকে বলেন, “আপনারা খুব ভালো কাজ করবেন এটা আমরা আশা করি।” উল্লেখ্য, কেন্দ্রের থেকে ১০০ দিনের কাজের টাকা এখনও পর্যন্ত হাতে পায়নি রাজ্য।

১০০ দিনের কাজের টাকা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের সাথে বৈঠকও করেছে রাজ্য। রাজ্যের দাবি,এই প্রকল্প নিয়ে কেন্দ্রের তরফ থেকে যা যা ব্যাখ্যা চাওয়া হয়েছিল তা দেওয়াও হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্য দাবি করে আসছে ১০০ দিনের কাজের টাকা বাবদ ৮০০০ কোটি টাকা বকেয়া রয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য টাকা বরাদ্দ করা হয় রাজ্যকে। টাকা পাওয়ার পর পুনরায় পশ্চিমবঙ্গে গ্রামীণ সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ শুরুও হয়ে গিয়েছে।

100 days work 3

প্রশাসনিক মহল মনে করছে পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজের টাকা হাতে এলে বেশ খানিকটা সুরাহা হবে। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, “ধন্যবাদ জানিয়ে গ্রাম উন্নয়ন মন্ত্রীকে আমি ফোন করেছিলাম। সেই সময় কথা হয়েছে ১০০ দিনের কাজের টাকা নিয়ে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর