বাংলাহান্ট ডেস্কঃ গত 15 ই আগস্ট সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তারপরই লক্ষ লক্ষ ধোনি ভক্ত বিসিসিআই এর কাছে আবেদন করেছেন যে ধোনিকে সম্মান জানিয়ে ধোনির 7 নম্বর জার্সিটিকে যেন অবসরে পাঠানো হয়। তবে বিসিসিআই শেষ পর্যন্ত কি করে সেটা সময়ই বলবে। এরই মধ্যে ধোনিকে “ভারতরত্ন” সম্মান দেওয়ার দাবি তুললেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা।
ধোনির মতো একজন অধিনায়ক যিনি দেশকে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলকে টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে নিয়ে গিয়েছিলেন। এমন অধিনায়ক কে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান “ভারতরত্ন” সম্মানে ভূষিত করা হোক। কেন্দ্রীয় সরকারের কাছে এমনই দাবি তুললেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা।
টুইটারে তিনি লিখেছেন, “বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেটের প্রসার ঘটিয়েছে মহেন্দ্র সিং ধোনি, সমস্ত ধরনের আইসিসি ট্রফিতে জিতেছেন। ক্রীড়া ক্ষেত্রে তার অনবদ্য অবদানের জন্য ইতিমধ্যে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাকে সম্মান জানিয়ে “ভারতরত্ন” পুরস্কার দেওয়া হোক। উল্লেখ্য, একমাত্র ক্রিকেটার হিসাবে কিংবদন্তি শচীন টেন্ডুলকারই শুধুমাত্র “ভারতরত্ন” পেয়েছেন।