হয়ে যান সতর্ক! এবার একইসাথে দেশের ১৫ টি ব্যাঙ্কের হবে মার্জার! আপনার কি রয়েছে অ্যাকাউন্ট?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অর্থ মন্ত্রক আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির (RRBs) সংযুক্তিকরণ অর্থাৎ মার্জারের (Bank Merger) চতুর্থ ধাপ শুরু করেছে। যার কারণে এই জাতীয় ব্যাঙ্কের সংখ্যা ৪৩ থেকে ২৮-এ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রকের তৈরি ব্লুপ্রিন্ট অনুসারে, বিভিন্ন রাজ্যের ১৫ টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ককে মার্জ করা হবে।

দেশের ১৫ টি ব্যাঙ্কের হবে মার্জার (Bank Merger):

RRB-গুলির সংযুক্তিকরণ (Bank Merger) অন্ধ্রপ্রদেশ (যার মধ্যে সর্বাধিক চারটি RRB রয়েছে), উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং রাজস্থানে সম্পন্ন হবে। এদিকে, তেলেঙ্গানার ক্ষেত্রে, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির মার্জার অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের (APGVB) সম্পদ এবং দায়বদ্ধতার বিভাজন সাপেক্ষে সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে।

There will be 15 bank merger.

ওয়ান স্টেট-ওয়ান RRB: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আর্থিক পরিষেবা বিভাগ, সরকারি সেক্টরের ব্যাঙ্কগুলির প্রধানদের কাছে পাঠানো একটি চিঠিতে বলেছে যে, গ্রামীণ সম্প্রসারণ এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির কৃষি-জলবায়ু বা ভৌগলিক প্রকৃতি এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির বিশেষ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ, এক রাজ্য-এক আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের লক্ষ্য অর্জনের জন্য সম্প্রদায়গুলির সাথে তাদের ঘনিষ্ঠতা বজায় রাখার লক্ষ্যে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিকে আরও সুসংহত করার প্রয়োজন অনুভূত হচ্ছে। যাতে আরও বেশি দক্ষতা এবং ব্যয় যুক্তিসঙ্গত লাভ করা যায়।

আরও পড়ুন: ভগবান গণেশ ও কার্তিক, দুই ভাইয়ের মধ্যে কে বড়? কেই বা বিবাহিত? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না উত্তর

ব্যাঙ্কগুলির সংখ্যা ৪৩ থেকে ২৮-এ নামিয়ে আনা হবে: বিবৃতিতে বলা হয়েছে যে এই মার্জারের (Bank Merger) জন্য ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর সাথে পরামর্শ করে একটি ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। যার ফলে RRB-র সংখ্যা ৪৩ থেকে ২৮-এ নামিয়ে আনা হবে। আর্থিক পরিষেবা বিভাগ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির পৃষ্ঠপোষক ব্যাঙ্কগুলির প্রধানদের কাছ থেকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে। জানিয়ে রাখি যে, কেন্দ্র ২০০৪-০৫ সালে RRB-র কাঠামোগত সংযুক্তিকরণের সূচনা করেছিল। যার ফলে এই সংযুক্তিকরণের তিনটি ধাপের মাধ্যমে ২০২০-২১ সালের মধ্যে এই জাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৬ থেকে ৪৩-এ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: বিরাট কোহলির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বড় জিনিস চেয়ে বসলেন যুবরাজ! জানলে হয়ে যাবেন অবাক

সরকারের ৫০ শতাংশ শেয়ার: গ্রামীণ এলাকায় ক্ষুদ্র কৃষক, কৃষি শ্রমিক এবং কারিগরদের ঋণ ও অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে এই ব্যাঙ্কগুলি RRB আইন, ১৯৭৬-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আইনটি ২০১৫ সালে সংশোধন করা হয়। যার অধীনে এই ধরণের ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয়, রাজ্য এবং স্পনসর ব্যাঙ্কগুলি ছাড়া অন্য উৎস থেকে মূলধন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছিল। কেন্দ্র বর্তমানে RRB-তে ৫০ শতাংশ শেয়ার ধারণ করেছে, যেখানে ৩৫ শতাংশ এবং ১৫ শতাংশ যথাক্রমে সংশ্লিষ্ট স্পনসর ব্যাঙ্ক এবং রাজ্য সরকারের হাতে রয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর