বাংলা হান্ট ডেস্কঃ অতীতে ভারতবর্ষে বহু রাজ্যকে বিভক্ত করা হয়েছে। ইতিহাস ঘাটলে কোন একটি রাজ্যকে ভেঙে তার দুটি খণ্ড করে দেওয়ার উদাহরণ বহু পাওয়া যাবে। উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ থেকে ছত্রিশগড়, এমনকি অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যটিকেও পৃথক করা হয়। এতেই না থেমে সাম্প্রতিককালে বাংলাকেও উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই ভাগে বিভক্ত করার দাবি করে আসছে বিজেপির বহু নেতা আর এবার সেই বিতর্কে আরও উস্কে দিলেন কর্ণাটকের বিজেপি মন্ত্রী উমেশ কাট্টি। তাঁর দাবি, “2024 লোকসভা নির্বাচনের পরবর্তী সময় গোটা ভারতবর্ষে মোট 50 টি রাজ্য হবে”, যা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
এদিন কর্ণাটকের বিজেপি মন্ত্রী বলেন, “2024 সালের লোকসভা নির্বাচনের পর গোটা দেশজুড়ে মোট 50 টি রাজ্য তৈরি করার কথা হচ্ছে। এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। আমাদের কর্নাটকে দুটি পৃথক ভাগে ভাগ করা হবে। একইসঙ্গে উত্তরপ্রদেশকে চার ভাগে এবং মহারাষ্ট্রকে তিন ভাগে ভাগ করে পৃথক পৃথক রাজ্য করা উচিত।”
এখানেই না থেমে উমেশ কাট্টি বলেন, “বিগত বেশ কয়েক বছরে ভারতের জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে রাজ্যকে পৃথক করার সময় এসে দাঁড়িয়েছে। বিগত 60 বছরে রাজ্যের জনসংখ্যা 2 কোটি থেকে বৃদ্ধি পেয়ে 6.5 কোটি হয়ে গিয়েছে আর এই কারণে সমগ্র জনসাধারণের জন্য উন্নয়ন করা সম্ভব হয়ে উঠছে না। এক্ষেত্রে যদি কর্ণাটক রাজ্যকে উত্তর এবং দক্ষিণ, এই দুই ভাগে ভাগ করা হয় তাহলে তা ভালো হবে।” তবে বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্য প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান, “এই প্রসঙ্গে আপাতত কোনো রকম সরকারি প্রস্তাব আমাদের কাছে আসেনি।”