ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই ভয়ঙ্কর, বাংলার এই ৮ টি জেলায় হবে অতি ভারী বৃষ্টিঃ আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। যার জেরে লাল সতর্কতা জারী করা হয়েছে ওড়িশার ৪ জেলায়। বেশ কিছু জায়গায় ইয়াসের আগমনের পূর্বে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সঙ্গে বইছে ঝোড় হাওয়াও।

yash bg 20210519083131

সকালেই আবহাওয়া দফতর (weather office) আপডেট দিয়েছিল, দিঘা (Digha) থেকে ৪৫০ কিলোমিটার এবং ওড়িশার বালাশোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াস। প্রবল গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। যার জেরে বুধবার ভোরেই ঘন্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়বে দিঘা-বালাশোরের মধ্যে।

vvhvsdhvh

 

দিঘা উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ইতিমধ্যেই মঙ্গলবার সকাল থেকে দিঘায় ইয়াসের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। তবে জানা গিয়েছে, ইয়াসের তাণ্ডবলীলার সময় আরও উত্তাল হয়ে উঠবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা ২-৪ মিটার ছাড়িয়ে ৫ মিটার পর্যন্তও চলে যেতে পারে। এই পূর্ণিমার ভরা কোটাল সঙ্গী হওয়ায়, সমুদ্রের ঢেউয়ের দানবাকৃতি রূপের প্রকাশ ঘটছে।

vvvdbv

ইয়াসের প্রভাবে বাংলার বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং- আজ থেকে আগামী দুদিন ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সেইসঙ্গে ওড়িশার আশঙ্কাপুরী, জগৎসিংহপুর, খুরদা, জয়পুর, ভদ্রক, কটক, কেন্দ্রপাড়া, বালাসোরেও জারী হয়েছে সতর্কতা। তবে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বিপদ সংকুল জায়গা থেকে সরিয়ে আনা হয়েছে অনেক মানুষকেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর