থাকবে না অক্সিজেন, বাঁচবে না কোন প্রাণ! ২৪০ কোটি বছর আগের পরিবেশ ফেরার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্কঃ থাকবে না অক্সিজেন (oxygen) নির্ভর প্রাণী, হবে না উদ্ভিদের সালোকসংশ্লেষও, উবে যাবে অক্সিজেন- এমনই ভয়ঙ্কর আশঙ্কার খবর শোনালেন বিজ্ঞানীরা। সৌর বিকিরণ ও মহাজাগতিক রশ্মির হামলা থেকে যে ওজোন গ্যাসের চাদর পৃথিবীর প্রাণীকূলকে রক্ষা করছে, তা ছিঁড়ে ফালাফালা হয়ে যাবে।

পৃথিবী ফিরবে ২৪০ কোটি বছরেরও আগে পরিস্থিতিতে। সর্বত্র ছড়িয়ে যাবে বিষাক্ত মিথেন গ্যাস। সম্প্রতি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার জিওসায়েন্স’-এ এমনই অশনি সংকেত দিয়েছেন গবেষকরা। বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ। অন্য গ্রহে মিথেন গ্যাসের অস্তিত্ব থাকলেও, এবার তা আমাদের পৃথিবীতে ভরতে চলেছে- এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

new planet20201205204202 Copy

সম্প্রতি ভিনগ্রহের প্রাণের হদিশ থেকে শুরু করে, সেই প্রাণ বেঁচে থাকতে গেলে কি কি প্রয়োজন- এসব নিয়ে গবেষণা করে নাসা। তাঁদের বিশেষ প্রকল্প ‘নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স’ রিসার্চের সময় এমনই কিছু তথ্য তুলে ধরেছেন বিজ্ঞানীরা।

গবেষক আমেরিকার জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূবিজ্ঞানী অধ্যাপক ক্রিস রেনহার্ড ও জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানী অধ্যাপক কাজুমি ওজাকি জানিয়েছেন, ‘পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি হবে। পৃথিবীর বায়ুমণ্ডল ভরে যাবে বিষাক্ত মিথেন গ্যাস, যার ফলে প্রাণী নয়, বেঁচে থাকতে পারবে শুধুমাত্র কয়েকটি অণুজীব’।

তাঁরা আরও জানান, ‘এর ফলে পৃথিবী গ্রহে মানুষ সহ সকল প্রাণীকূলের কেউই বেঁচে থাকতে পারবে না। ২৪০ কোটি বছর আগের পরিবেশ আবারও ফরতে চলেছে প্রায় ১০০ থেকে ২০০ কোটি বছরের মধ্যেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর