আগামীকাল ফের ভোট! রাজ্যের কোন কোন বুথে হবে পুনর্নির্বাচন? জানাল কমিশন

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election) ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন। ঠিক তার আগের দিনই অর্থাৎ সোমবার, সম্পন্ন হবে পুনর্নির্বাচন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে পুনর্নির্বাচন করা হবে। মূলত, দেগঙ্গা ও কাকদ্বীপে ওই দু’টি বুথ রয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নির্বাচন কমিশনের তরফে রবিবার সন্ধ্যায় যে তালিকা দেওয়া হয়েছে তাতে ওই দুই বুথের উল্লেখ রয়েছে। এমতাবস্থায়, আগামী সোমবার বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। এর পাশাপাশি, মথুরাপুরে কাকদ্বীপে ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

There will be re-election in some booths of the state.

প্রসঙ্গত উল্লেখ্য যে, বারাসাত এবং মথুরাপুর লোকসভায় সপ্তম তথা শেষ দফায় নির্বাচন ছিল। কিন্তু, শেষ দফার নির্বাচনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে আসার পাশাপাশি কোথাও কোথাও মাত্রাতিরিক্ত ঝামেলার খবরও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এমতাবস্থায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দেগঙ্গা ও কাকদ্বীপের দু’টি বুথে ফের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আরও পড়ুন: শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপ! অথচ এটা কি বললেন রোহিত? টিম ইন্ডিয়ার কাছে এখনও নেই “আসল প্ল্যান”

মূলত, ওই দুই জায়গায় যেভাবে ভোট হয়েছে তা সঠিক ছিল না বলে রিপোর্ট গিয়েছে কমিশনের কাছে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই সাত দফার ভোটে এই প্রথমবার পুনর্নির্বাচন অর্থাৎ রিপোলের বিষয়টি সামনে এনেছে কমিশন। এদিকে বিজেপির তরফ, ১২ টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। ওই তালিকায় ছিল কাকদ্বীপের এই বুথটি।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে ওই বুথ ক্যাপচার করা হয়। এমতাবস্থায়, বিজেপি জানিয়েছিল যে নির্বাচনের দিন দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে বুথ ক্যাপচারের ঘটনা ঘটে। এর পাশাপাশি বিজেপির তরফে সন্দেশখালি থেকে শুরু করে ডায়মন্ড হারবারের একাধিক বুথেও পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর