বাংলা হান্ট ডেস্কঃ ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া (Indian cricket team)। আজ ক্যানবেরায় সিরিজের তৃতীয় ম্যাচে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। আজকের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ বাঁচানোই লক্ষ্য টিম ইন্ডিয়ার কাছে। আর আজকের ম্যাচ যদি ভারত হেরে যায় তাহলে ভারতের জন্য অপেক্ষা করছে লজ্জার রেকর্ড।
ওয়ানডে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা পারফরম্যান্স করলেও বোলাররা একেবারেই হতাশ করেছে। যাসস্প্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহালের মত বিশ্বমানের বোলারদের নিজেদের ফর্মের ধারে কাছেও পাওয়া যায়নি। যার ফল ভোগ করতে হয়েছে ভারতীয় দলকে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে শ্রেয়স আইয়ার জানিয়েছেন আইপিএলে টানা 14 টি ম্যাচ খেলে সরাসরি অস্ট্রেলিয়া উড়ে এসেছে ভারতীয় দল। আইপিএলে ভারতীয় বোলারদের অনেক ওয়ার্কলোড নিতে হয়েছিল তাই এখন অস্ট্রেলিয়ায় এসে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। তবে বোলাররা অনুশীলনে খুবই পরিশ্রম করছেন।
এছাড়াও শ্রেয়স আইআর জানিয়েছেন, “প্র্যাকটিস পিচের সঙ্গে ম্যাচের পিচের বিস্তর পার্থক্য রয়েছে। যার ফলে মানিয়ে নিতে খুবই অসুবিধা হচ্ছে বোলারদের।” এইদিন শ্রেয়স আইয়ারের বক্তব্যের মধ্যে এটি স্পষ্ট যে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ বাঁচানোয় লক্ষ্য টিম ইন্ডিয়ার।