বাংলাহান্ট ডেস্ক: গুজরাত(Gujrat ) থেকে এক কিলোমিটার দূরে আরব সাগরের(Arab ocean ) দেখা গেছে এক অদ্ভূত শিবলিঙ্গ। স্তম্ভেশ্বর মন্দির নামক গুজরাটের এই বিখ্যাত মন্দিরের অনেক অবাক করা তথ্য আছে।এই মন্দির অন্যসময় জলের নিচে ডুবে থাকে। কিন্তু দিনে একবার এই মন্দির জলের ওপর ভেসে ওঠে। আর এই ঘটনা অনেকেরই মতে অলৌকিক। আবার কেউ ভাবেন সত্য ঘটনা। প্রচুর মানুষ এই মন্দির দেখার জন্য দুর দুরন্ত থেকে ছুটে আসেন।মন্দিরটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে থাকে যখন জোয়ার আসে। আবার সকালে জল থাকে না।
সমুদ্র দিয়ে ঘেরা এই মন্দিরটির সৌন্দর্য দেখতে অনেক মানুষের ভিড় হয়। তবে দিনে মন্দিরে খুবই ভিড় হয়। ভারতের এই মন্দির সব থেকে জাগ্রত আর নজর কারা বলে মনে করা হয়। মন্দিরের চারপাশে জল আর মাঝে এই অপরূপ মন্দিরে যেন স্বপ্নের মতন সুন্দর আর অবিশ্বাস্য। না দেখলে বিশ্বাস হয় না।
দর্শনার্থীদের জন্য বিশেষ নিয়ম
জোয়ারের পরিমাণ কম থাকার সময় এক মাত্র এই মন্দিরে শিব লিঙ্গ দেখা যায়। দর্শনার্থীদের এক বিশেষ কাগজ দেওয়া হয় যেখানে জোয়ার ভাটার সময়ও লেখা থাকে। আর এই মন্দিরে দেখতে যাতে অসুবিধা না হয় তাই এই নিয়ম করার হয়েছে। জোয়ার ভাটা মেনেই মন্দিরে দেবতার দর্শন সম্ভব।
বিজ্ঞানীদের অবিশ্বাস করা মত
কিন্তু বিজ্ঞানীদের সাথে এই মতের মিল কোনদিনই হয়নি। অনেকদিন ধরে এই মন্দিরে ভক্তদের সমাগম তাদের কাছে এও দেবতা জাগ্রত এবং বিশ্বাসের কিন্তু বিজ্ঞানীরা তা মনে না।কিন্তু বিজ্ঞানীরা এটিকে পুরনো জোয়ার-ভাটার এক নিদর্শন রূপে দেখেছেন।আর বছরে সব সময় এই মন্দিরে ভক্তরা আসেন আর তাদের ভিড় লেগেই থাকে।