২৪ ঘন্টায় ১০০ টি মামলা: চীনে আবার সক্রিয় হচ্ছে ভাইরাস

নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা বিশ্বে এই রোগ ছড়িয়েছে। প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

corona 3 2

কিন্তু শোনা যাচ্ছে আবার নাকি চিনে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের খোঁজ মিলেছে। বিগত কয়েক দিন ধরেই তাদের খোঁজ মিলছিলো। তারা করোনা লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। প্রায় তাদের মধ্যে একশো জন্য এই অবস্থায়।

তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আবার বিদেশ থেকে ফিরেছে। সারা বিশ্বে অনেকেই দেশের লক ডাউন জারি করেছে। তার মধ্য দিয়ে আবার সংক্রমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার বোঝা যাচ্ছে না কি হবে চিনে। মেডিকেল কাউন্সিল এর তরফ থেকেও চেষ্টা চালানো হচ্ছে।

সম্পর্কিত খবর