করোনা পরিস্থিতিতে মুদির দোকানে দৈনিক খাবারের যোগান শেষ, চিন্তায় আম জনতা

করোনা নিয়ে ইতিমধ্যেই ঢুকছে গোটা পৃথিবী। তার মধ্যেই তৃতীয় বিশ্বের দেশ গুলিতে এখনো খাদ্যের টান বাড়ছে। বলা যেতে পারে ভারতের দিন আনি দিন খাই মানুষের অবস্থা খুব খারাপ হচ্ছে। অনেক মানুষের কাছে টাকা থাকায় তাড়াতাড়ি করে তারা খাবার জিনিস কিনে ফেলছে। ওদিকে যাদের পয়সার অভাব তাড়া দুমুঠো খেতে পাচ্ছে না।

পশ্চিমবঙ্গ এই মুহূর্তে খাদ্যের সংকটে এগোচ্ছে। অনেক জায়গায় ইতিমধ্যেই অমিল বিস্কুট, মুড়ি, মশলা, তবে চাল ডাল আলু মিলছে। আবার অন্য দিকে চড়া দামে বিকাচ্ছ মাছ এবং সবজি । কটা মানুষের সাদ্ধ হবে এই সব কেনার। ডাল, মশলা এর মধ্যেই ভিন্ন দামে বিকাচ্ছ।

corona 1 1

আর মুনাফা লাভের জন্যে আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। তার মধ্যেই কেটে গেছে আঠেরো দিন।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর এসবের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী সাহায্য চেয়ে বসে কেন্দ্রর কাছে।

মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। তার মধ্যেও অনেক আর্থিক সাহায্য পাওয়া গেলেও কিন্তু এখনো সংকটে আছে সাধারণ মানুষের জীবন। কি হবে জানেনা কেউই।

সম্পর্কিত খবর