বাংলা হান্ট ডেস্কঃ AIMIM-এর প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) মধ্যপ্রদেশেও লাভ জিহাদ বিরোধী আইন পাশ হওয়ার বিষয়ে বলেন, সংবিধানে লাভ জিহাদের কোনও সংজ্ঞা নেই। বিজেপি শাসিত রাজ্য এর বিরুদ্ধে আইন পাশ করিয়ে সংবিধানের অবমাননা করছে। ওয়াইসি আরও বলেন, যদি আইনই বানাতে হয়, তাহলে কৃষকদের নুন্যতম সমর্থন মূল্য (MSP) আর বেরোজগারদের কাজ দেওয়ার জন্য আইন বানাক।
There's no definition of Love-Jihad anywhere in the Constitution. BJP ruled states are making a mockery of constitution through Love Jihad laws… If BJP governed states want to make a law, then they should make a law for MSP & providing employment: AIMIM Chief Asaduddin Owaisi pic.twitter.com/n8tikKD9u7
— ANI (@ANI) December 29, 2020
ওয়াইসি বিজেপি শাসিত রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন বানানোর বিরুদ্ধে বলেন, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২১, ১৪ এবং ২৫ অনুযায়ী রাজ্য অথবা কেন্দ্র সরকারকে দেশের মানুষের ব্যক্তিগত জীবনে দখল দেওয়ার অধিকার নেই। তিনি অভিযোগ করে বলেন, সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলি স্পষ্টভাবে লঙ্ঘন করছে বিজেপি।
জানিয়ে দিই, মধ্যপ্রদেশের সাথে সাথে উত্তরপ্রদেশ, কর্ণাটক সমেত বেশ কয়েকটি বিজেপি সাশ্ত রাজ্যে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন বানানো হচ্ছে। মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি রাজ্যের বিধানসভা অধিবেশন স্থগিত হওয়ার পর অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইন লাগু করার সিদ্ধান্ত নেয় আর অর্ডিন্যান্সকে রাজ্যপালের কাছে সম্মতি নেওয়ার জন্য পাঠানো হয়।