অন্য ফরম্যাটে খেলছেন, কিন্তু BCCI-এর বঞ্চনায় বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন এই ২ তারকা ভারতীয় ক্রিকেটার!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যতই ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) এগিয়ে আসছে ততই বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড কেমন হবে সেই নিয়ে কৌতূহল বাড়ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে। সেপ্টেম্বরের শুরুর দিকেই সব দলগুলিকে প্রকাশ করে দিতে হবে তাদের বিশ্বকাপের স্কোয়াড। তার আগে ভারতীয় দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটি ওডিআই সিরিজ এবং এশিয়া কাপে কিছু ওডিআই ম্যাচ খেলবে। আশ্চর্যের ব্যাপার এটাই যে ওডিআই বিশ্বকাপের বছরে প্রস্তুতি হিসেবে এশিয়া কাপকে বাদ রাখলে ভারতীয় দল খুব বেশি ম্যাচ এই ফরম্যাটটা খেলেনি প্রস্তুতিপর্ব হিসেবে।

তবে এই প্রতিবেদনের বিষয়বস্তু সেটা নয়। ভারতীয় দল সব ফরম্যাট মিলিয়ে টানা ক্রিকেট খেলার মধ্যেই থাকছে তবে টি-টোয়েন্টি সিরিজগুলিতে ওডিআই ফরম্যাটের তারকা ক্রিকেটারদের বেশিরভাগরাই মাঠে নামছেন না। ভারতের ওডিআই দল কেমন হবে সেটার মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে। যদিও চোটের জন্য অনেক তারকা এখন মাঠের বাইরে রয়েছেন এবং তারা সময় মতো ক্রিকেটের মাঠে ফিরতে পারলে হয়তো তাদের মধ্যে কেউ কেউ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন।

প্রতিবেদনে আমরা এমন দুই ক্রিকেটেরকে নিয়ে আলোচনা করতে চলেছি যারা এখনো নিজের ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছননি ঠিকই, কিন্তু ওডিআই ফরম্যাটে বিসিসিআই তাদের আর সুযোগ দিতে রাজি নয়। তাই সাম্প্রতিক অতীতে অন্যান্য অনেক তারকার মতোই নিজেদের ক্রিকেট কেরিয়ার শেষ না করেই বিশ্বকাপ চলাকালীন হয়তো তাদের ধারাভাষ্যের কাজের সঙ্গে যুক্ত হতে দেখা যেতে পারে। একে একে দেখে দেখে এই দুই ক্রিকেটারকে।

IMG 20210909 191637

◆ রবি অশ্বিন: তারকা এই ভারতীয় স্পিনার এখনো ভারতের টেস্ট দলের অপরিহার্য অংশ। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে খেলানো হয়নি এবং সেই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। গতবছরের শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু ওডিআই ফরম্যাটে তাকে একেবারেই আলোচনার অংশ করছেন না। এশিয়ান গেমসের দলেও জায়গা পাননি তিনি। ফলে বিশ্বকাপের সময় তাকে যদি ধারাভাষ্যের কাজ করতে দেখা যায় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

shikhar dhawan sa

◆ শিখর ধাওয়ান: ভারতীয় দলের এই তারকা ওপেনার চলতি বছরের শুরুতে নিজের জায়গা হারিয়েছেন ভারতীয় দলে। কোন ফরম্যাটেই তাকে আর খেলার যোগ্য হিসেবে গণ্য করছে না বিসিসিআই। আইপিএলে কিছু ভালো পারফরম্যান্স করেও নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি। তাই গব্বরকে যদি বিশ্বকাপ চলাকালীন কমেন্ট্রি বক্সে দেখা যায় তাহলে তাতে অবাক হওয়ার কিছুই নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর