এই ব্যাটসম্যানের উপর একসময় সবথেকে বেশি ভরসা করতেন কোহলি, রোহিত আসতেই অবসরের পরিস্থিতি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের তারকা ব্যাটার রোহিত শর্মা সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা ওপেনারদের একজন। তিনিই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরানের মালিক। শুধু তাই নয়, কিছুদিনের জন্য হলেও টেস্ট ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন রোহিত। কিন্তু রোহিতের আগমনে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাদের কেরিয়ার প্রায় শেষের পথে।

এখন দলে সুযোগ না পেলেও রোহিত শর্মা যখন টেস্ট দলে নিজের জায়গা পাকা করেছেন, তখন থেকেই এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন যাদের দলে সুযোগ পাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। এর মধ্যে রয়েছেন একজন এমন ব্যাটসম্যান আছেন যিনি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু এখন ন্যায্যভাবেই তাকে আর দলে ডাকা হয় না। তার নাম হল মুরলি বিজয়। মুরলি বিজয় একসময় ভারতীয় দলের সবচেয়ে বিশ্বস্ত ওপেনারদের মধ্যে ছিলেন একজন।

এই মুহূর্তে আন্তর্জাতিক তো বটেই ঘরোয়া ক্রিকেটেও মুরলি বিজয়কে আর তেমন সক্রিয় দেখা যায় না। মনে করা হয় তিনি জাতীয় দলের ফেরার জন্য মোটিভেশন হারিয়ে ফেলেছেন। মুরলি বিজয় টেস্ট ক্রিকেটে মোট ৬১ টি ম্যাচ খেলেছেন, যাতে তিনি ৩৯৮২ রান করেন। নিজের টেস্ট কেরিয়ারে তিনি মোট ১২টি সেঞ্চুরিও করেছেন। ওয়ান ডে ও টি টোয়েন্টি ক্রিকেটে তেমন সুযোগও পাননি এবং বিশেষ কিছু করতে পারেননি।

মুরলি বিজয় ছাড়াও আরও একজন ক্রিকেটার রয়েছেন, মনে করা হচ্ছে যার কেরিয়ার রোহিত শর্মা আসার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনি হলেন ভারতীয় দলে রোহিত শর্মার একসময়ের ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান। ধাওয়ানকে এখনও ভারতের হয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি যদিও বা দেখা যায়। টেস্ট দলে আর তার সুযোগ হবে না তা একপ্রকার নিশ্চিত।

X