বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট ইতিহাসে এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন, যারা দেশের হয়ে প্রচুর রান করেছেন, অনেক শতরান হাঁকিয়েছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এমন কিছু ভাগ্যবান ব্যাটসম্যানও আছেন যারা তাদের ওয়ানডে ক্যারিয়ারে কখনো আউট হননি। এই তালিকায় তিনজন ভারতীয় ব্যাটসম্যান আছেন যারা ওয়ান ডে-তে কখনো আউট হননি, কিন্তু এখন তারা ভারতীয় ক্রিকেটের মুলস্রোত থেকে হারিয়ে গেছেন।
সৌরভ তিওয়ারি:
ঝাড়খণ্ডের এই ব্যাটসম্যান যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন, তখন তাকে ধোনির ডামি ভেবেছিলেন অনেকে। সৌরভ তিওয়ারি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভ তিওয়ারির ওডিআই অভিষেক হয়। সৌরভ তিওয়ারি ভারতীয় দলের হয়ে হয়ে মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন, যেখানে তিনি মাত্র দুটি ইনিংসে ব্যাট হাতে নেমেছিলেন। দুই ইনিংসেই অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি। এরপর আর কোনওদিন দলে সুযোগ পাননি।
ফয়েজ ফজল:
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছিলেন এবং এই কারণেই তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্রিকেটার মাঠে নামার সুযোগ পান মাত্র একটি ওডিআই ম্যাচে। ২০১৬ সালে খেলা এই ওয়ান ডে ম্যাচে, ফয়েজ ফজল জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেছিলেন। এই দুর্দান্ত হাফ সেঞ্চুরির পরেও দলে আর কোনওদিন সুযোগ পাননি তিনি।
ভরত রেড্ডির:
ইনার নাম হয়তো এখন অনেকেই জানেন না, কিন্তু এই ক্রিকেটারও ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভারতের হয়ে তিনটি ওডিআই খেলেছিলেন, যেটিতে তিনি দুবার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এবং দুইবারই তিনি অপরাজিত ছিলেন। কিন্তু তারপর আর ভারতীয় দলে সুযোগ হয়নি তার।