শিখরের পথের কাঁটা হয়ে দাঁড়াল এই ক্রিকেটাররা, টেস্ট কেরিয়ার শেষ হওয়ার আশঙ্কায় ভুগছেন ধাওয়ান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেও শিখর ধাওয়ান ছিলেন ভারতীয় দলের অন্যতম বড় তারকা। ক্রিজে তার উপস্থিতিতে বোলাররা হয়ে পড়তো আতঙ্কিত। রোহিত শর্মার সাথে তার জুটি ভারতীয় দলকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দিয়েছে। কিন্তু এই স্টাইলিশ বাঁ-হাতি ব্যাটার দীর্ঘদিন ধরেই অফফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার ব্যাট থেকে আর রান আসছে না। একই সাথে, কিছু তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে তাদের জায়গা শক্ত করেছেন। এমতাবস্থায় ধাওয়ানের কেরিয়ারের ওপর খাঁড়া ঝুলতে দেখা যাচ্ছে। কেরিয়ারের সমাপ্তি নিয়ে চিন্তিত তিনি। আসুন জেনে নেওয়া যাক শিখর ধাওয়ানের সমস্যায় পরিণত হওয়া খেলোয়াড়দের সম্পর্কে।

ময়ঙ্ক আগরওয়াল

mayank

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শিখর ধাওয়ানের স্থানে টেস্ট ফরম্যাটে প্রথম পছন্দ ময়ঙ্ক আগরওয়াল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝলমলে ব্যাটিং করে নিজের জায়গা পাকা করেছেন ময়ঙ্ক। ময়ঙ্ক তার খেলা দিয়ে সকলের মন জয় করেছেন এবং এই ব্যাটসম্যানরা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার ব্যাট যেন আগুন ঝড়াচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৫০ রান করেন। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসেও কঠিন সময়ে ৬২ রানের অবদান রাখেন তিনি।

লোকেশ রাহুল

kl rahul 1

কিছুদিন ধরে ভারতীয় দলের সব ফরম্যাটেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন কেএল রাহুল। তিনি ভারতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন এবং তার দুর্দান্ত খেলা দিয়ে সকলেরই মন জয় করেছে। রোহিত শর্মার সঙ্গে রাহুলের ওপেনিং জুটি সুপারহিট। নিজের ক্লাসিক্যাল ব্যাটিংয়ের মাধ্যমে ওপেনার হিসেবে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন রাহুল। গত কয়েক বছরে, তিনি ভারতীয় দলের জন্য একজন ম্যাচ উইনার হয়ে উঠেছেন।

শুভমান গিল

skysports shubman gill india a 4999034

তার স্বল্প টেস্ট কেরিয়ারে খুব তাড়াতাড়িই সারা বিশ্বে তার ব্যাটিং করার যোগ্যতা প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বা টেস্ট ম্যাচে ৯১ রানের ইনিংস খেলেন। একই সঙ্গে সদ্যসমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার ব্যাট কথা বলেছিল। ভারতীয় টেস্ট দলের ওপেনিং পজিশনে তিনিই এখন এক নম্বর ব্যাক আপ হিসাবে গন্য হবেন। গিল এখনও অবধি ১০ টি টেস্ট ম্যাচে ৫৫৮ রান করেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর