পাকিস্তানের এই ৩ বিধ্বংসী খেলোয়াড় ভারতকে দিতে পারে বড় ধাক্কা, একজনের জন্য হাতছাড়া হয়েছে ট্রফিও

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup 2024) অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি সম্পন্ন হতে চলেছে আগামী ৯ জুন। ওইদিন ভারতীয় দল (India National Cricket Team) মুখোমুখি হবে পাকিস্তানের (Pakistan)। স্বাভাবিকভাবেই, এই ম্যাচটিকে ঘিরে ক্রিকেট অনুরাগীদের মধ্যে তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২১ সালের T20 বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান বিরাট অ্যান্ড কোম্পানিকে পরাজিত করেছিল।

তবে, এবার পাকিস্তান মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের। এমতাবস্থায়, এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে সতর্ক রয়েছে ভারতীয় দল। যদিও, পাকিস্তানের বিধ্বংসী ৩ খেলোয়াড় ভারতের চিন্তা বৃদ্ধি করতে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। পাশাপাশি, ওই ৩ খেলোয়াড় সম্পর্কেও তথ্য তুলে ধরা হল।

   

These 3 destructive players of Pakistan can give a big blow to India.
১. ফখর জামান: প্রথমেই আমরা জানাবো ফখর জামান সম্পর্কে। যাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচ খেলেছিলেন। এদিকে, ২০১৭ সালের ৭ জুন তাঁর ODI অভিষেক ঘটে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই অভিষেকের মাত্র ১০ দিন পরেই তিনি রীতিমতো হয়ে উঠেছিলেন সুপারস্টার। যার কারণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের ১৮ জুন পাকিস্তান ওই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১০৮ প্রাণে পরাজিত করেছিল। পাশাপাশি, ভারতের বিরুদ্ধে ১০৬ বলে ১১৪ রান করেছিলেন ফখর জামান। এদিকে, আমরা যদি তাঁর শেষ ৫ টি T20 ইনিংস দেখি সেক্ষেত্রে তিনি মোট ১৫২ রান করেছেন।

আরও পড়ুন: ৮ উইকেটে জিতেও মিলছে না স্বস্তি! পাকিস্তান ম্যাচের আগে এই চিন্তায় ঘুম উড়েছে রোহিতদের

২. মোহাম্মদ রিজওয়ান: ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের নজির রয়েছে পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ানেরও। ২০২১ সালে T20 বিশ্বকাপে ভারতের জয়ের রথ থামিয়ে দিয়েছিল পাকিস্তান। বাবর-আজমের অধিনায়কত্বে পাকিস্তান ১০ উইকেটে জিতেছিল যেটি বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে যেকোনো দলের সবচেয়ে বড় জয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হয়। ওই গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এমতাবস্থায়, এবারও সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে। গত ৫ টি T20 ম্যাচে তাঁর ব্যাট থেকে মোট ১৫৫ রান এসেছে।

আরও পড়ুন: ভোটে জিতে পৈশাচিক আনন্দ! ছাগলের গায়ে BJP নেতার ছবি লাগিয়ে নৃশংসভাবে কাটা হল গলা, ভাইরাল ভিডিও

৩. বাবর আজম: ভারতের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকেও ভালো রান এসেছে। ২০২১ সালে ভারতকে ১০ উইকেটে হারানোর পেছনে বাবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ৫২ বলে ৬৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এদিকে, বর্তমানে বাবর আজম দারুণ ফর্মে রয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি টিম ইন্ডিয়ার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারেন। গত ৫ টি T20 ম্যাচে তিনি করেছেন ২০০ রান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর