বাংলা হান্ট ডেস্ক: কোনো অপরিচিত জায়গায় যাওয়ার আগে কিংবা কোনো গন্তব্য খুঁজে পেতে আমরা প্রত্যেকেই সাহায্য নিয়েছি গুগল ম্যাপের (Google Map) কাছে। শুধু তাই নয়, একদম পায়ে হাঁটা থেকে শুরু করে বাইক, গাড়ি কিংবা ট্রেন সহ পরিবহণের বিভিন্ন মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা প্রদান করে গুগল ম্যাপ।
তবে, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন ৩ টি “মেড ইন ইন্ডিয়া” অ্যাপের বিষয়ে জানাবো যেগুলি টেক্কা দিচ্ছে গুগল ম্যাপকেও। পাশাপাশি, এগুলি ব্যবহার করাও খুব সহজ এবং এগুলিতে গুগল ম্যাপের থেকেও ভালো ফিচার্স রয়েছে। অ্যাপগুলিতে রাস্তাঘাট সহ স্থানীয় এলাকা, হাইওয়ের পাশাপাশি বাজার ও কেনাকাটার স্থান সম্পর্কেও তথ্য উপলব্ধ রয়েছে। চলুন জেনে নিই এই নেভিগেশন অ্যাপগুলি সম্পর্কে।
১. Pataa নেভিগেশন অ্যাপ: আমরা প্রথমেই যে অ্যাপটির বিষয়ে জানাবো সেটি হল Pataa নেভিগেশন অ্যাপ। এই অ্যাপের ব্যবহারকারীরা ভারতে এবং বিদেশেও উপস্থিত রয়েছেন। এটি গুগলের সাথে টক্করের লক্ষ্যে লঞ্চ করা হয়েছিল। অ্যাপটি Android এবং iOS উভয় ব্যবহারকারীদের জন্য Google Play Store-এ বিনামূল্যে উপলব্ধ রয়েছে। Pataa নেভিগেশন অ্যাপটি ভারতীয় ডেভেলপার দ্বারা ডিজাইন করা হয়েছে। এখানে ভিড়যুক্ত স্থানের তথ্যও সহজে পাওয়া যায়। পাশাপাশি, এই অ্যাপে একটি কোড ফিচার রয়েছে। যা ব্যবহার করে আপনি যেকোনো স্থানকে একটি নম্বর দিয়ে চিরতরে মনে রাখতে পারেন।
আরও পড়ুন: আজব কাণ্ড! রাস্তাতেই পার্ক করা হল হেলিকপ্টার, ট্রাফিক জ্যামে নাজেহাল সবাই, কোথায় ঘটল এই ঘটনা?
২. MapMyIndia নেভিগেশন অ্যাপ: এই তালিকায় দ্বিতীয় স্থানে যে অ্যাপটি রয়েছে সেটি হল MapMyIndia নেভিগেশন অ্যাপ। এই অ্যাপটি একজন ভারতীয় ডেভেলপার দ্বারা ডিজাইন করা হয়েছে। এমতাবস্থায়, এটি একটি “মেড ইন ইন্ডিয়া” অ্যাপ হওয়ায়, অ্যাপটি এমন অনেক জায়গার তথ্য প্রদান করে যা গুগল ম্যাপেও পাওয়া যায় না। এখানে আপনি ট্রাফিক লাইট, স্ট্রিট ভিউ, রাস্তা, চৌরাস্তা এবং স্থানীয় ঠিকানা সম্পর্কে তথ্য পেতে পারেন। গুগল ম্যাপের মতো এতেও থ্রিডি ভিউ ফিচার রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Play Store-এ বিনামূল্যে পাওয়া যায়।
আরও পড়ুন: মা তারার টানে রাশিয়া থেকে তারাপীঠে “যোগীনী অন্নপূর্ণা”, কৌশিকী অমাবস্যায় করবেন মহাযজ্ঞ
৩. Mappls নেভিগেশন অ্যাপ: এই অ্যাপটি গুগল ম্যাপের মতোই ডিজাইন করা হয়েছে। পাশাপাশি, এই অ্যাপটিকে ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্য Mappls নেভিগেশন অ্যাপে হিন্দি ভাষাতেও কাজ করা যায়। এছাড়া কোথাও যাওয়ার আগে ফ্লাইওভার, সেফ রোড এবং দুর্ঘটনাপ্রবণ রুট সম্পর্কেও তথ্য পাওয়া যায়। এর পাশাপাশি কোথাও যাওয়ার আগে আপনি লোকেশন প্রদান করার সময়ে তিন-চারটি অপশন দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি যেকোনো একটিতে ক্লিক করে সেটি ফলো করতে পারেন।