বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম উপলব্ধ হয়েছে। এমতাবস্থায়, অনেকেই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করছেন। সঠিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে খুব সহজেই শক্তিশালী রিটার্ন পাওয়া যায়। এদিকে, ৩ টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি গত ৫ বছরে তাদের বিনিয়োগকারীদের ৩০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। পাশাপাশি, সেগুলির সমস্ত স্কিম গত ৫ বছরে ২০ শতাংশের বেশি মুনাফা দিয়েছে।
এই ৩ মিউচুয়াল ফান্ড (Mutual Fund) দিয়েছে দুর্দান্ত রিটার্ন:
স্মল ক্যাপ ফান্ড ৩৩.০১ শতাংশ রিটার্ন দিয়েছে: জানিয়ে রাখি যে, স্মল ক্যাপ ফান্ডগুলি (Mutual Fund) গত ৫ বছরে গড়ে ৩৩.০১ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে ওই বিভাগে প্রায় ১৯ টি স্কিম ছিল। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড তার বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৪৭.২২ শতাংশ রিটার্ন দিয়েছে। এদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ৩৮.১৯ শতাংশ লাভ দিয়েছে। এছাড়াও, আদিত্য বিড়লা সান লাইফ স্মল ক্যাপ ফান্ড এই সময়ের মধ্যে সর্বনিম্ন ২৪.৫১ শতাংশ রিটার্ন দিয়েছে।
২ টি PSU ফান্ড ৩০ শতাংশেরও বেশি মুনাফা দিয়েছে: উল্লেখ্য যে, ২০১৯ থেকে ২০১৪ পর্যন্ত, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) থিমের ওপর বেসড ফান্ডগুলি (Mutual Fund) গড়ে প্রায় ৩১.০৯ শতাংশ রিটার্ন দিয়েছে। তবে, মাত্র ২ টি PSU ফান্ড ৫ বছরের মেয়াদ শেষ করেছে। CPSE ETF ৩৩.৭৮ শতাংশ মুনাফা দিয়েছে। অপরদিকে, SBI PSU ফান্ড গত ৫ বছরে ২৮.৪১ শতাংশ লাভ দিয়েছে।
আরও পড়ুন: বিপদের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আদানি! করলেন বিরাট ঘোষণা, ধন্য ধন্য করছে গোটা দেশ
ইনফ্রা ফান্ড দুর্দান্ত মুনাফা এনে দিয়েছে: বেসিক ইনফ্রা ফান্ড সম্পর্কে কথা বলতে গেলে, গত ৫ বছরে, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ওপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডগুলি (Mutual Fund) তাদের বিনিয়োগকারীদের গড়ে ৩০.৩১ শতাংশ মুনাফা দিয়েছে। এই বিভাগে প্রায় ১৮ টি মিউচুয়াল ফান্ড স্কিম ৫ বছরের মেয়াদ শেষ করেছে। কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সর্বোচ্চ ৩৯.৪৮ শতাংশ রিটার্ন দিয়েছে। যেখানে UTI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একই সময়ে সর্বনিম্ন ২৪.৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে ৯,০০০ কিমি রুটে বসছে “কবচ”, আসছে ৫০ টি নতুন অমৃত ভারত, রেলমন্ত্রী জানালেন প্ল্যান
যেকোনও বিনিয়োগ করার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন: প্রসঙ্গত উল্লেখ্য, এই ক্যাটাগরিগুলিতে ঝুঁকির মাত্রা খুব বেশি থাকে। তাই যেকোনও স্কিমে (Mutual Fund) বিনিয়োগ করার আগে, সবসময় রিস্ক নেওয়ার ক্ষমতা, ইনভেস্টমেন্ট হরাইজন এবং টার্গেট বিবেচনা করা উচিত। পাশাপাশি, বিনিয়োগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অবশ্যই একজন সার্টিফায়েড এক্সপার্টের সাথে পরামর্শ করতে হবে।