বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোহলি। পরবর্তী ক্যাপ্টেন হিসেবে স্বাভাবিকভাবেই সবার উপরে নাম উঠে আসছে রোহিত শর্মার। এ নিয়ে অনেক বিশ্লেষকই একমত যে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশেষত রোহিতের অধিনায়ক হিসেবে প্রদর্শন অসাধারণ। ইতিমধ্যেই পাঁচ-পাঁচটি আইপিএল ট্রফি জিতে ফেলেছেন তিনি। যার জেরে ভারতীয় টি-টোয়েন্টি দলের আগামী ক্যাপ্টেনের দৌড়ে যে রোহিত শর্মা সব থেকে এগিয়ে এ নিয়ে কোনও মতবিরোধ নেই। এখন বিশ্লেষকদের মতে রোহিত অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করলে ভারতীয় দলের টিম শিট থেকে মুছে যেতে পারে অনেকগুলি নাম। আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকজন খেলোয়াড়ের নাম রোহিতের অধিনায়কত্বে যাদের বাদ পড়ার সম্ভাবনা হতে পারে প্রবল।
ঋষভ পন্থঃ
অনেকেই মনে করেন বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে পন্থের উপর যে প্রত্যাশা ছিল ভারতীয় দলের, তা সেভাবে পূরণ করতে পারেননি এই খেলোয়াড়। আর তাই আগামী দিনে রোহিত শর্মা দলের অধিনায়ক হলে হয়তো তার জায়গায় সীমিত ওভারের ক্রিকেটে অনেক বেশি সুযোগ দেওয়া হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিশানকে। পন্থের মতই মারমুখী ব্যাটিং করে ঈশান। সাম্প্রতিক ক্ষেত্রে আইপিএলে তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো। তাই পন্থের জায়গায় হয়তো বা সুযোগ পেতে পারেন তিনি।
ওয়াশিংটন সুন্দরঃ
সীমিত ওভারের ক্রিকেটে কোহলির পছন্দের তালিকায় ওয়াশিংটন সুন্দরের নাম, রবীচন্দ্রন অশ্বিন কিম্বা ক্রুনাল পান্ডেয়াদের থেকেও উপরে এসেছে সব সময়। ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলার সুযোগ পেয়েছেন এই ক্রিকেটার। কিন্তু বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রদর্শন ততখানি ভালো নয়, তার থেকে অনেক বেশি আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রুনাল। তাই অনেকেই মনে করছেন রোহিত এলে তাকেও সুযোগ দেওয়া হতে পারে।
নবদীপ সাইনিঃ
আরসিবি দলের হয়ে আইপিএল খেলা এই বোলারও রয়েছেন কোহলির পছন্দের তালিকায়। যদিও তিন ফরম্যাটে সেভাবে চান্স পাননি তিনি, তবে অনেকেই মনে করছেন রোহিত অধিনায়কত্বে এলে তার জায়গায় খেলানো হতে পারে নটরাজন কিম্বা অন্য কোন বোলারকে।