এই তিন প্লেয়ারকে সুযোগ দিলে বদলে যেতে পারত বিশ্বকাপে ভারতের ফলাফল

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার আবুধাবিতে আফগানিস্তানকে পরাস্ত করে ভারতের সেমিফাইনালে যাওয়ার শেষ আশার প্রদীপ নিভিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। চূড়ান্ত লড়াই করা সত্ত্বেও কিউয়ি বাহিনীর কাছে কার্যত সেভাবে এঁটে উঠতে পারেনি রশিদ খানদের দল। আর এর সাথে সাথেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে সেমি ফাইনালের আগেই। ২০০৭ এর পর আর কোনও বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই এভাবে বিদায় নেয়নি ভারতীয় দল। তবে অনেকেই মনে করছেন, এই হারের অন্যতম বড় কারণ হল দল নির্বাচন। একের পর এক খেলোয়াড়দের ফর্মে থাকা সত্বেও উপেক্ষা করে গিয়েছেন নির্বাচকরা। অনেকেই মনে করছেন এই তিন খেলোয়াড়কে সুযোগ দিলে হয়তো ফলাফল কিছুটা অন্য হতে পারত।

IMG 20210922 225742
শিখর ধাওয়ানঃ

শিখর ধাওয়ান আইসিসি টুর্নামেন্টের বড় ম্যাচে এর আগেও ভারতকে ভালো শুরু করতে সাহায্য করেছেন। শুধু তাই নয় তিনি বড় ম্যাচের প্লেয়ারও বটে। আরব আমিরশাহীতে খেলা আইপিএলেও ভালো ফর্মে ছিলেন ধাওয়ান। সম্পূর্ণ আইপিএল মিলিয়ে দেখলে ৩৯ গড়ে তার সংগ্রহ ৫৮৭ রান। ধাওয়ানকে বলা হয় মিস্টার আইসিসি, কারণ আইসিসি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ বড় ম্যাচে বারবার রান করেছেন তিনি। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় তিনশোরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শিখরে ঝুলিতে। ৬৫ বার অর্ধশত রান করেছেন তিনি, কেমন বিপুল অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়া নির্বাচকদের বড় ভুল বলেই মনে করছেন অনেকে।

যুজবেন্দ্র চাহালঃ

স্বাভাবিকভাবেই এই তালিকাতে প্রথম নাম আসবে চাহালের, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও এই লেগস্পিনারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। তার জায়গায় দ্রুতগতির লেগ স্পিনার রহুল চাহারকে দলে নেওয়া হলেও আইপিএল থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচ সব জায়গাতেই তার পারফরম্যান্স ছিল অত্যন্ত খারাপ। এমনকি প্রথম দুই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। অথচ এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন চাহাল। এমনকি আরেক স্পিনার বরুণ চক্রবর্তীও দুই ম্যাচেই সুপার ফ্লপ। তাই স্বাভাবিকভাবেই চাহালের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে।

Avesh Khans Insta story

আবেশ খানঃ

ভারতীয় পেস বোলিং অ্যাটাকে এবার ৩ জন অভিজ্ঞ বোলারকেই সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু ভুবনেশ্বর কুমার একেবারেই ভালো ফর্মে ছিলেন না, তাই তার জায়গায় অন্য কোনও খেলোয়াড়কে সুযোগ দিলে দল আরও ভালো পারফরম্যান্স করতো কিনা তা নিয়ে অবশ্যই জল্পনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে অনেকেই যেমন তুলে আনছেন দীপক চাহারের নাম তেমনি কেউ কেউ বলছেন তরুণ আবেশ খানের কথাও। কারণ দ্বিতীয় ম্যাচে ভুবনেশ্বরের জায়গায় সুযোগ পাওয়া শার্দুল ঠাকুরও তেমন ভালো কিছু করতে পারেননি। নেট বোলার হিসেবে ভারতের সঙ্গে ছিলেন আবেশ। এবারের আইপিএলে তার পারফরম্যান্স ছিল সত্যিই দুরন্ত, ২৪ বছর বয়সী এই জোরে বোলার ১৯ গড়ে তুলে নিয়েছিলেন ২৪ টি উইকেট। তাই অনেকেই টেনে আনছেন তার কথাও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর