বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে, এবার দেশের তিনটি বড় রেলস্টেশনের আধুনিকীকরণ এবং পুনর্নির্মাণ হতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা নয়াদিল্লি, আহমেদাবাদ এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস-মুম্বাই রেলস্টেশনের পুনর্নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। খবর অনুযায়ী, দশ হাজার কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলির পুনর্নির্মাণ করা হবে।
এই প্রসঙ্গে রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, এবার নয়াদিল্লি, ছত্রপতি শিবাজি টার্মিনাস-মুম্বাই রেল স্টেশন এবং আহমেদাবাদ রেলস্টেশনে যাত্রীরা বিশ্বমানের সুবিধা পাবেন। মূলত, রেল মন্ত্রকের প্রস্তাবিত রেলস্টেশনের মডেল ও নকশাগুলি দেখে অবাক হবেন যে কেউই। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও এবং ছবি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও ছবিগুলি শেয়ার করেন। অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ এইসব রেলস্টেশনে বিমানবন্দরের মতো সুবিধা পাওয়া যাবে।
এদিকে, রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মোট ১৯৯ টি স্টেশন পুননির্মানের কাজ চলছে। এর মধ্যে ৪৭ টি স্টেশনের জন্য টেন্ডারও জারি করা হয়েছে। বাকি স্টেশনগুলির জন্য আপাতত মাস্টার প্ল্যানিং ও ডিজাইনের কাজ চলছে। পাশাপাশি, ৩২ টি স্টেশনে দ্রুত কাজ হচ্ছে। এমতাবস্থায়, মন্ত্রিসভা গত ২৯ সেপ্টেম্বর নয়াদিল্লি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) মুম্বাই এবং আহমেদাবাদ রেল স্টেশনের জন্য ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের অনুমোদন করেছে।
এই তিনটি রেলস্টেশনে একাধিক সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা:
১. এই রেলস্টেশনগুলিতে যাত্রী সুবিধা সহ বিভিন্ন খুচরো প্রতিষ্ঠান, ক্যাফেটেরিয়া এবং বিনোদনমূলক ব্যবস্থার জন্য বিশাল রুফ প্লাজা থাকবে।
২. রেলট্র্যাকগুলিকে দুই দিক থেকে স্টেশন বিল্ডিং দিয়ে শহরের উভয় পাশে রেলস্টেশনের সাথে সংযুক্ত করা হবে।
https://twitter.com/AshwiniVaishnaw/status/1575112987332878338?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575112987332878338%7Ctwgr%5Ed850c62d1e739f02461feb4d527dde52654fcbf5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.aajtak.in%2Findia%2Fnews%2Fstory%2Findian-railway-redevelopment-of-new-delhi-ahmedabad-csmt-mumbai-railway-stations-ministry-of-railway-tweet-proposed-design-photos-lbs-1546434-2022-09-29
৩. ফুড কোর্ট, ওয়েটিং লাউঞ্জ, বাচ্চাদের খেলার জায়গা, স্থানীয় পণ্যের জন্য নির্ধারিত জায়গার সুবিধাও পাওয়া যাবে।
৪. শহরের মধ্যে অবস্থিত স্টেশনগুলিতে সিটি সেন্টারের মত জায়গা থাকবে।
৫. স্টেশনগুলিকে আরামদায়ক করতে, পর্যাপ্ত আলো, লিফট ও এসকেলেটরের ব্যবস্থা থাকবে।
A walk-through of the graphical representation of the to be redeveloped Chhatrapati Shivaji Maharaj Terminus Railway Station, Mumbai.#NayeBharatKaNayaStation pic.twitter.com/geueYPauRg
— Ministry of Railways (@RailMinIndia) September 28, 2022
৬. পর্যাপ্ত পার্কিং সুবিধাসহ যানজট নির্বিঘ্নে চলাচলের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।
৭. মেট্রো, বাস ইত্যাদির মতো গণপরিবহণের মাধ্যমগুলিকে সংযুক্ত করা হবে।
৮. সৌরশক্তি, জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার এবং গাছের আচ্ছাদনের সাথে গ্রিন বিল্ডিং প্রযুক্তির ব্যবহার করা হবে।
Transforming New Delhi Railway Station into an architectural marvel & providing enhanced passenger experience with upgraded facilities.#NayeBharatKaNayaStation pic.twitter.com/fNG94TlBXa
— Ministry of Railways (@RailMinIndia) September 28, 2022
৯. প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত সুযোগ-সুবিধা প্রদানে বিশেষ নজর দেওয়া হবে।
১০. ইন্টেলিজেন্ট বিল্ডিংয়ের ধারণার ভিত্তিতে এসব স্টেশন তৈরি করা হবে।
১১. সিসিটিভি এবং অ্যাক্সেস কন্ট্রোল স্থাপনের মাধ্যমে রেলস্টেশনগুলিকে নিরাপদ করা হবে।