এই ৩ তারকা IPL-এ যাত্রা শুরু করেছিলেন অত্যন্ত কম মূল্যে! আজ প্রত্যেকেই ভারতীয় দলের ম্যাচ উইনার  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই প্রতিবেদনে আজ যাদের কথা আলোচিত হতে চলেছে, তারা যখন আইপিএলে ক্রিকেট খেলা শুরু করেছিলেন তখন তারা মাইনে পেতেন তুলনামূলকভাবে অত্যন্ত কম। কিন্তু বর্তমানে তারা আন্তর্জাতিক ক্রিকেটের বড় নাম। কেউ কেউ হয়ে উঠেছেন দেশের কিংবদন্তীও। এমনই চারজন ক্রিকেটারকে নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন।

jadeja's csk

রবীন্দ্র জাদেজা: ২০০৮ সালে রাজস্থান রয়ালস জার্সি গায়ে তার আইপিএলে যাত্রা শুরু। সেই বছর দল আইপিএল জিতলেও তার ভূমিকা খুব বিরাট কিছু ছিল না। কিন্তু ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করার পাশাপাশি আইপিএলের মঞ্চেও নিজের জাত চেনাতে থাকেন এই তারকা অলরাউন্ডার। বর্তমানে তিনি বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন এবং চেন্নাই সুপার কিংস দল তাকে শেষ মেগা নিলামের আগে দলে নিয়েছে ১৬ কোটি টাকায়। বর্তমানে তিনি একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় অলরাউন্ডার হিসেবে পরিচিত।

kohli np

বিরাট কোহলি: ২০০৮ সালে ব্যাঙ্গালোরের জার্সি গায়ে যখন নিজের যাত্রা শুরু করেছিলেন তখন সেই মরশুমে একেবারেই প্রভাবিত করতে পারেননি নিজের পারফরম্যান্স দিয়ে। কিন্তু ধীরে ধীরে তার প্রতিভা দেখতে থাকে ভারতীয় ক্রিকেট দল এবং তার আইপিএল ফ্র্যাঞ্চাইজিটিও। পরবর্তীকালে তিনি আরসিবির অধিনায়ক হয়েছেন এবং তাদের আইপিএল চ্যাম্পিয়ন করাতে না পারলেও আইপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে একজন হিসাবে নিজেকে তুলে ধরেছেন কোহলি। বর্তমানে তাকে ১৫ কোটি টাকা বেতন দিয়ে থাকে আরসিবি ম্যানেজমেন্ট। বর্তমানে তিনি বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

hardik ipl trophy

হার্দিক পান্ডিয়া: ২০১৫ সালে যখন প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে তিনি আত্মপ্রকাশ করেন আইপিএলের মঞ্চে তখন মাত্র ১০ লক্ষ টাকা বেতন পেতেন তিনি। এরপর ধীরে ধীরে ভারতীয় দলের বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে অপরিহার্য হয়ে উঠেছেন এবং বর্তমানে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্সকে তাদের প্রথম মরশুমেই নিজের নেতৃত্ব গুণে জিতিয়েছেন মিলিয়ন ডলার লিগ। বর্তমানে ১৫ কোটি টাকা বেতন পান তিনি। একবিংশ শতাব্দীতে ভারতীয় দলের সেরা পেশ বোলিং অলরাউন্ড এর তিনি এমনটা সকলে মনে করেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর