এই তিন টিম ভাঙতে পারে ভারতের স্বপ্ন, T20 বিশ্বকাপে সাবধানে থাকতে হবে বিরাট বাহিনীকে

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। বিশ্বকাপের জন্য নিজেদের দলও ঘোষণা করে দিয়েছে ভারত। এবার শুধু অপেক্ষা লড়াই শুরু হওয়ার। অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তানের সঙ্গে দুবাইতে সফর শুরু করতে চলেছে বিরাট ব্রিগেড। যদিও পাকিস্তানের থেকে খুব একটা ভয়ের কারণ নেই ভারতের। বিশেষজ্ঞ মহলের অনেকের মতই খুব একটা অঘটন না ঘটলে এই এনকাউন্টার সহজেই জেতা উচিত বিরাট বাহিনীর। কিন্তু ভারতকে সতর্ক থাকতে হবে অন্য তিনটি দলের থেকে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন দল রীতিমত ভয়ংকর হয়ে উঠতে পারে ভারতের জন্য।

AFP 1H37QJ 1559759872115 1559759897178

ওয়েস্ট ইন্ডিজঃ

টি-টোয়েন্টি ক্রিকেট এবং ক্যারিবিয়ান হার্ডহিটারদের সম্পর্ক যেন প্রায় জন্মসূত্রেই। ইতিমধ্যেই দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ দখল করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, আন্দ্রে রাসেল, কিরণ পোলার্ড, হেটমায়ার সহ যে যে বিগ হিটারের নাম আমাদের প্রথমেই মনে পড়ে তারা প্রত্যেকেই ক্যারিবিয়ান। তাই টি-টোয়েন্টিতে এই দলকে কোনভাবেই ছোট করে দেখা উচিত নয়। এবারও দলে রয়েছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। বয়সের কারণে ধার কিছুটা কমলেও এখনও একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

India vs England Virat Kohli and Jose Butler forced to

ইংল্যান্ডঃ

২০১৯ সালের বিশ্বকাপেই দেখা গিয়েছে সীমিত ওভারের ক্রিকেটে যেকোন দলের জন্য যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইংল্যান্ড। বিশেষত ইয়ন মর্গ্যানের নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেট খেলার ধরণ অনেকটাই বদলে ফেলেছে ব্রিটিশ বাহিনী। একদিকে যেমন ওপেনিংয়ের জন্য রয়েছেন জনি বেয়ারস্টো, জেসন রয়ের মত মারকুটে ব্যাটসম্যানরা তেমনই আবার মধ্যক্রমেও বাটলারের মত ফায়ার পাওয়ার রয়েছে তাদের কাছে। আর সেই কারণেই টি-টোয়েন্টি ক্রিকেটে রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে এই দল।

images 8 2

বাংলাদেশঃ

সাধারণভাবে ভারতের বিরুদ্ধে এখনও তেমন বড় জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। তবে মনে রাখতে হবে ২০০৭ সালে ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দেবার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছিল তারাই। শুধু তাই নয় এই মুহূর্তে দুর্দান্ত ফর্মেও রয়েছে তারা, অস্ট্রেলিয়ার মতো দলকে ঘরের মাঠে রীতিমত নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। এমনকি নিউজিল্যান্ডকেও সিরিজে মাথা তুলে দাঁড়াতে দেয়নি বঙ্গ ব্রিগেড। আর সেই কারণেই ভয় না থাকলেও ভারতকে সতর্ক থাকতে হবে সাকিব আল হাসানদের থেকে।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর