বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার যুবক-যুবতী IAS অফিসার (IAS Officer) হওয়ার লক্ষ্যে কঠোর পড়াশোনা চালিয়ে যান। তবে, তাঁদের মধ্যে মাত্র কিছুজনই লক্ষ্যপূরণ করতে পারেন। মূলত, এই পরীক্ষার ক্ষেত্রে কিছু ধাপ রয়েছে। যেগুলিতে সফলভাবে উত্তীর্ণ হতে হয় প্রার্থীদের। আর এর ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয়। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
IAS অফিসার হওয়ার পদক্ষেপগুলি: স্নাতক হওয়ার পরে যে সমস্ত প্রার্থী IAS হওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে চান তাঁদের প্রথমে UPSC পরীক্ষার জন্য একটি আবেদনপত্র জমা দিতে হয়। UPSC প্রতি বছর সিভিল সার্ভিসেস পরীক্ষা পরিচালনা করে। এমতাবস্থায়, প্রার্থীদের অবশ্যই সময়সীমার আগে UPSC প্রিলিমের জন্য আবেদন জমা দিতে হয়।
UPSC পরীক্ষার প্রথম অংশকে UPSC প্রিলিমস বলা হয়। এই পরীক্ষায় অপশনাল প্রশ্ন থাকে। পাশাপাশি, প্রিলিমিনারি পরীক্ষায় আবার দু’টি পেপার থাকে। সেগুলি হল: CSAT এবং জেনারেল স্টাডিজ ১। প্রতিটি পেপারের জন্য ২০০ নম্বর বরাদ্দ থাকে। CSAT হয় কোয়ালিফাইং টাইপের। অপরদিকে, জেনারেল স্টাডিজ ১ মেরিট-র্যাঙ্কিংয়ের ওপরে হয়।
আরও পড়ুন: ২২ বছর বয়সে খাড়া করেন কোম্পানি! ২৯ বছর বয়সে হল ১১,১৯৬ বছরের জেল, এই যুবকের কাহিনী অবাক করবে
এদিকে, IAS পরীক্ষার দ্বিতীয় পর্বকে বলা হয় UPSC মেইনস। UPSC মেইনস পরীক্ষা শুধুমাত্র সেই প্রার্থীরাই দিতে পারেন যাঁরা UPSC প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। UPSC মেইনস পরীক্ষায় ৯ টি পেপার থাকে। যার মধ্যে দু’টি থাকে অপশনাল। IAS মেইনেসের জন্য মোট নম্বর হল ১৭৫০। মোট ৪৮ টি অপশনাল বিষয়ের তালিকা থেকে প্রার্থীরা তাঁদের যেকোনো একটি বেছে নিতে পারবেন। মেইনসের জন্য প্রস্তুতি শুরু করার আগে, প্রার্থীদের অবশ্যই UPSC পরীক্ষার প্যাটার্ন এবং UPSC-র মেইন সিলেবাস পর্যালোচনা করতে হবে।
আরও পড়ুন: এবার ভারতে এসে পাকিস্তানের আশাভঙ্গ করলেন সৌদির যুবরাজ! বড়সড় ধাক্কা পড়শি দেশে
যে প্রার্থীরা IAS পরীক্ষার তিনটি ধাপে উত্তীর্ণ হবেন তাঁদের IAS আধিকারিক ট্রেনি হিসেবে নিয়োগ করা হয়। মূলত, IAS অফিসারকে দুই বছরের প্রশিক্ষণ শেষ করতে হয়। যার মধ্যে প্রথম চার মাসের ফাউন্ডেশন কোর্স (LBSNAA) হবে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে। এদিকে, IAS প্রশিক্ষণ সেশন শেষ হওয়ার পরে প্রার্থীদের IAS অফিসার হিসাবে নিয়োগ করা হয়।