বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে এমন বহু তারকাই আছেন যারা কেরিয়ার শুরু করেছেন ছোট পর্দার (Television) হাত ধরে। বর্তমানে তারাই কাঁপাচ্ছেন টলিউড (Tollywood) । আবার এমনও অনেকেই আছেন যারা বড় পর্দার হাত ধরে কেরিয়ার শুরু করলেও সাফল্য না পাওয়ায় মন দিয়েছেন ছোট পর্দার কাজে। সেই তালিকায় কে কে রয়েছেন সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।
বড়পর্দার হাত ধরে শুরু করেছিলেন কেরিয়ার। তবে ইঁদুরদৌড়ে টিকে থাকা সম্ভব হয়নি। আর সে কারণেই খুঁজে নিয়েছেন বিকল্প রাস্তা। টেলিভিশন জগতের প্রথম সারিতেই রয়েছেন এমন পাঁচ অভিনেতা। একটা সময় তারা বক্স অফিসে সাফল্য আনতে না পারলেও আজকে তারাই পৌঁছে গিয়েছে প্রতিটি বাঙালির বসার ঘর থেকে হেঁসেল পর্যন্ত।
গৌরব চট্টোপাধ্যায় : বাংলা বিনোদন জগতে এক জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। তাঁর আরো একটি পরিচয় হলো তিনি মহানায়ক উত্তম কুমারের নাতি। ২০০৬ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন গৌরব। ‘কৃষ্ণকান্তের উইল’ , ‘রং মিলান্তি’ , ‘ইতি’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে জিততে পারেননি দর্শকদের মন। অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছিলেন গৌরব। নিজেকে নতুন ভাবে সাজিয়ে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন ছোট পর্দায়। বর্তমানে তাঁর জনপ্রিয়তা কোথায় পৌঁছেছে তা আর নতুন করে বলার কিছু নেই।
প্রতীক সেন : ২০০৮ সালে অভিনয় জগতে হাতে খড়ি হয়েছিল প্রতীক সেনের। ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ইন্ডাস্ট্রি পেয়েছিল নতুন নায়ক। কিন্তু ছবি ব্লকবাস্টার হিসেবে প্রচার হলেও অভিনেতার নামের পাশে জুড়ে গেছিল ‘ফ্লপ’ হিরো তকমা। এরপরেই তার কাছে সুযোগ আসে ধারাবাহিকে কাজ করার। কাজ করবেন নাকি করবেন না তা ভাবতে ভাবতেই কাটিয়ে দিয়েছিলেন আট বছর। অবশেষে ২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিকের হাত ধরে সিরিয়ালে কাজ শুরু করেন প্রতীক সেন। বর্তমানে তিনি জায়গা পাকাপাকি করে নিয়েছেন বাঙালির ড্রয়িং রুমে।
আদৃত রায় : পরিচালক রাজ চক্রবর্তীর ভাই আদৃত রায়। দাদার হাত ধরেই তিনি পা রেখেছিলেন টালিগঞ্জে। অভিনয় করেছিলেন রাজ প্রযোজিত এবং অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘নুরজাহান’ ছবিতে। এরপর একগুচ্ছ ছবিতে কাজ করলেও আসেনি সাফল্য। বর্তমানে বিনোদন জগতে তিনি পরিচিত সিদ্ধার্থ মোদক নামেই। ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন এই অভিনেতা।
জয় মুখোপাধ্যায় : জয় মুখোপাধ্যায় অভিনীত প্রথম ছবি ‘টার্গেট’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। যদিও নায়ক হিসেবে দর্শকদের মনে জায়গা করেছিলেন জয়। এরপরেই অভিনেতার নাম জড়িয়ে যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে। তবে খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। সম্পর্ক ভাঙনের পর অভিনয়ে জগত থেকে দূরে সরে গিয়েছিলেন জয়। প্রায় পাঁচ বছর বিরতির পর ‘চোখের তারা তুই’ সিরিয়ালের হাত ধরে তিনি ফিরে আসেন অভিনয় জগতে। বর্তমানে সেই জার্নিও শেষ হয়ে গেছে অভিনেতার।
সোমরাজ মাইতি : বড় পর্দায় নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ছেড়েছিলেন মোটা মাইনের চাকরি। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে বড় পর্দায় নিজের জায়গা বানাতে পারেননি সোমরাজ মাইতি। সিরিয়ালের হাত ধরে পেয়েছেন সাফল্যের স্বাদ। প্রথমবার তাঁকে দেখা দিয়েছিল ‘এই ছেলেটা ভেলভেলেটা’ সিরিয়ালে।