বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান সচীন টেন্ডুলকারকে ক্রিকেটের ঈশ্বরও বলা হয়ে থাকে। তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারে ওয়ান ডে-তে ১৫,৯২১ রান এবং টেস্টে ১৮,৪২৬ রান করেছেন। সমস্ত ফরম্যাট সহ, সচীনের নামের পাশে মোট ১০০ টি আন্তর্জাতিক শতরান রয়েছে। কিন্তু তার পাশাপাশি সচীন টেন্ডুলকার তার আন্তর্জাতিক কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০১টি উইকেট নিয়েছিলেন। এই সময়ে তিনি বিশ্ব ক্রিকেটের অনেক বিপজ্জনক ব্যাটসম্যানকেই আউট করেছিলেন। দেখে নিন কোন ৫ জন ব্যাটার সবচেয়ে বেশি বার তার শিকার হয়েছেন।
ইনজামাম উল হক:
আন্তর্জাতিক ক্রিকেটে সচীন টেন্ডুলকারের বলে সবচেয়ে বেশিবার যিনি আউট হয়েছেন তিনি হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। ইনজামাম, যিনি ১২০ টি টেস্ট এবং ৩৭৮ টি ওয়ান ডে খেলে ২০,০০০ রান এবং ৩৫ টি আন্তর্জাতিক শতরান করেছেন। কিন্তু কোনও কারণে মাস্টার ব্লাস্টারের লেগ স্পিন সামলাতে সমস্যায় পড়তেন তিনি। সচিন নিয়মিত বোলার না হলেও টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে সচীনের হাতে মোট ৭ বার আউট হয়েছেন ইনজামাম।
ব্রায়ান লারা:
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা এবং সচীন টেন্ডুলকার দুজনকেই সর্বকালের অন্যতম সেরা তারকা বলে গণ্য করা হয়। দুজনই তাদের সময়ের সেরা ব্যাটসম্যান। পার্থক্য শুধু এই যে সচীনও বল হাতেও বেশ কার্যকরী ছিলেন, কিন্তু লারা ছিলেন পুরোপুরি ব্যাটার। একটা আশ্চর্যের বিষয় হল, শচীন টেন্ডুলকারের বোলিংয়ের সামনে লারার মতো কিংবদন্তি বেশ কিছুবার আউট হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্রায়ান লারাকে ৪ বার আউট করেছেন সচীন টেন্ডুলকার।
অ্যান্ডি ফ্লাওয়ার:
জিম্বাবুয়ের প্রাক্তন উইকেট-রক্ষক ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার আন্তর্জাতিক কেরিয়ারে ১১০০০-এর বেশি রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবোয়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি। কিন্তু, সচীন টেন্ডুলকারের সামনে সবসময়ই সমস্যায় পড়তে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকেও। টেন্ডুলকার তার ক্যারিয়ারে ৪ বার ফ্লাওয়ার-কে আউট করেছেন।
অর্জুনা রনতুঙ্গা:
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটসর অর্জুনা রানাতুঙ্গাকে মোট ৩ বার সচীন টেন্ডুলকারের বলে আউট হয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা কিংবদন্তি বোলারদের ভালোভাবে সামলালেও সচীন টেন্ডুলকারের সামনে বার বার অস্বস্তিতে পড়েছেন তিনি।
মাহেলা জয়াবর্ধনে:
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, যিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন। কিন্তু সচীন টেন্ডুলকারের বোলিংয়ের বিরুদ্ধে বহুবার সমস্যায় পড়েছিলেন তিনিও। কেরিয়ারে মোট ৩ বার মাহেলা জয়াবর্ধনেকে আউট করেছেন সচীন।