বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের মধ্যে অন্যতম বড় ফিল্ম (Film) ইন্ডাস্ট্রি হল বলিউড। প্রতি বছর কয়েকশো করে ছবি তৈরি হয় শুধুমাত্র হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু এর মধ্যে মাত্র কিছু ছবিই প্রচারের আলোয় আসে। তার মধ্যে আবার কিছু ছবি বক্স অফিসে সাফল্য পায়। বাকি সিনেমাগুলি (Film) না পায় প্রচার, না পায় সাফল্য। তবে বলিউডে আবার বেশ কিছু আশ্চর্যজনক বিষয়ও রয়েছে।
একই নামে ছবি (Film) মুক্তি পেয়েছে বলিউডে
সাধারণত একই নামের দুটি ছবি (Film) মুক্তি পায় না। সেক্ষেত্রে হয়ে যায় কপিরাইটের ইস্যু। কিন্তু জানলে অবাক হবেন, বলিউডে একই নামে মুক্তি পেয়েছে পাঁচ পাঁচটি ছবি (Film)। আর অদ্ভূত ভাবে প্রতিটিই হয়েছে সুপারহিট। একই নামের হওয়া সত্ত্বেও প্রতিটি ছবিই বক্স অফিসে ভালো ফল করেছে।
প্রথম রাজ ছবি: নামটি হল ‘রাজ’। এই নামে বিগত ৫৭ বছরে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি (Film), পাঁচটিই হিট। রাজ নামে প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালে। ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ খান্না এবং ববিতা। রবীন্দ্র দেব পরিচালিত ছবিটি (Film) ওই সময়ের নিরিখেও প্রায় ১ কোটি টাকা উপার্জন করেছিল।
আরো পড়ুন : পরপর রেকর্ড ব্যবসা করে তাঁর ছবি, জনপ্রিয়তায় টেক্কা দেবেন শাহরুখ-সলমনকেও! কে বলুন দেখি?
সবকটিই পেয়েছে সাফল্য: ১৯৮১ সালে ফের একটি ছবি (Film) মুক্তি পায় রাজ নামে। এবারে পরিচালক হরমেশ মালহোত্রা। ছবিতে অভিনয় করেছিলেন রাজ বব্বর এবং সুলক্ষণা পণ্ডিত। এই ছবিটিও বেশ হিট হয়েছিল বক্স অফিসে। এরপর বেশ কয়েক বছর পর ২০০২ সালে মুক্তি পায় হরর সিরিজের প্রথম রাজ ছবিটি (Film)। অভিনয় করেছিলেন ইমরান হাশমি এবং বিপাশা বসু। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল ছবিটি।
আরো পড়ুন : স্বর্ণযুগের অবিস্মরণীয় শিল্পী, বলিউডে এবার কিংবদন্তি মহম্মদ রফির বায়োপিক! কোন অভিনেতা থাকছেন?
রাজের দ্বিতীয় এবং তৃতীয় সিক্যুয়েল মুক্তি পায় যথাক্রমে ২০০৯ এবং ২০১২ সালে। দ্বিতীয় ছবিতে ইমরানের বিপরীতে ছিলেন কঙ্গনা রানাওয়াত এবং তৃতীয় ছবিতে ছিলেন ইমরান, বিপাশা এবং ইশা গুপ্তা। সিরিজের তিনটি ছবিই ব্যাপক সাফল্য পেয়েছিল।