খুব কম বয়সেই বিয়ে করেছেন এই পাঁচ তারকা ক্রিকেটার, দাম্পত্য জীবন বাধা হয়ে দাঁড়ায়নি কেরিয়ারে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের জগতে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা কেরিয়ারের একদম প্রাথমিক পর্যায়ে, অল্প বয়সে বিবাহ করে নিয়েছেন। কিন্তু সেই বিবাহ এখনই তাদের কেরিয়ারের উত্থানে বাধা হয়ে দাঁড়ায়নি। এমন কিছু তারকাকে নিয়েই আজকের এই প্রতিবেদন।

kapil dev wedding

১. কপিল দেব ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। তার নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছিল। কপিল ভারতীয় দলের হয়ে বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই দুর্দান্ত কিছু পারফরম্যান্স করেছেন। এহেন কপিল দেব যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর।

Sachin Anjali

 

২. সচিন টেন্ডুলকার বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। তার পরিসংখ্যান সম্পর্কে নতুন করে কোনও তথ্য প্রকাশ করার দরকার নেই। খেলা ছাড়ার প্রায় ৮ বছর পরেও বিশ্ব ক্রিকেটের একাধিক রেকর্ড এখনও তার নামে। এহেন সচিন ১৯৯৫ সালে অঞ্জলি মেহতাকে বিয়ে করেছিলেন, এই সময়ে তার বয়স ছিল মাত্র ২২ বছর।

 

dona sourav

৩. ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দলে অবদান নিয়ে নতুন কিছু বলার নেই। সেই সময়ে, তাঁর অধিনায়কত্বে ভারতীয় দল অনেক উন্নতি করেছিল। এহেন সৌরভ গাঙ্গুলী যখন তার ছোটবেলার বন্ধু ডোনা রায়কে বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর।

 

virender sehwag

৪. বীরেন্দ্র সেওবাগ এই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের নামও রয়েছে। কারণ ২০০৪ সালে যখন তিনি আরতি আহলাওয়াতকে বিয়ে করেছিলেন, সেই সময় শেবাগের বয়স ছিল মাত্র ২৫ বছর। বীরেন্দ্র সেওবাগ তার ক্রিকেট কেরিয়ারে সর্বদা আগ্রাসী ব্যাটিং করেছেন এবং সর্বদা ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার চেষ্টা করেছেন।

 

Jasprit bumrah sanjana Ganesan

৫. যশপ্রীত বুমরা ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার। তার বোলিং সামলাতে বিধ্বস্ত বোধ করেন বড় বড় তারকারাও। এই তালিকায় তিনিও রয়েছেন, কারণ তিনি গত বছর স্পোর্টস অ্যাঙ্কর সঞ্জনা গণেশনকে বিয়ে করেছিলেন। বুমরাহ যখন বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র ২৭ বছর।

Reetabrata Deb

সম্পর্কিত খবর