বাংলাহান্ট ডেস্কঃ ২০২১ সালের ১ লা জুন থেকে বদলে যাচ্ছে একাধিক নয়ম, জানা না থাকলে আপনার দৈনন্দিন জীবনে যার প্রভাব পড়তে পারে। তাই কাজে বেরিয়ে বিপদে পড়ার আগে দেখে নিন, কোন কোন খাতে বদল আসছে-
রান্নার গ্যাস- সাধারণত নতুন মাসের প্রথম দিন রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারিত হয়। আবার অনেক সময় মাসে দুবারও রানার গ্যাসের দাম বদল করতে দেখা যায়। তবে গ্যাসের দাম যে বদল করতেই হবে, এমন কিন্তু কোন নিয়ম নেই। বর্তমান সময়ে ১৪.২ কিলোর এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮০৯ টাকা। তবে গ্যাসের দাম বদলানোর সম্ভাবনা রয়েছে।
ইনকাম ট্যাক্স ই-ফাইলিং সাইট- ইনকাম ট্যাক্স বিভাগের ই-ফাইলিং পোর্টাল বন্ধ থাকবে ১ লা জুন থেকে ৬ ই জুন অবধি। পরবর্তীতে ৭ ই জুন নতুন ই-ফাইলিং পোর্টাল লঞ্চ হবে করদাতাদের জন্য।
ব্যাঙ্ক অফ বরোদা- চেক পেমেন্টের নিয়মে বদল আনছে ব্যাঙ্ক অফ বরোদা। গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে আগামী ১ লা জুন ২০২১ থেকেই পজিটিভ পে কনফার্মেশন বাধ্যতামূলক করছে সরকার। যার ফলে, ২ লক্ষ বা তার বেশি টাকার চেক জারি করলে, রিকনফার্মের প্রয়োজন হবে।
স্মল সেভিং স্কিমে সুদের হার- সরকারী ভাবে প্রতি তিন মাস অন্তর স্মল সেভিংস স্কিমের নতুন সুদের হার লাগু করা হয়। গত ৩১ শে মার্চ সুদের হার কমিয়ে আবার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তে বদল করে সরকার। বহাল রাখা হয় পুরনো সুদের হার। তবে এবার ১ লা জুন থেকেই PPF, NSC, KVP, সুকন্য সমৃদ্ধি যোজনা সহ একাধিক স্মল সেভিংস স্কিমে সুদের হারে বদল আনতে চলেছে সরকার।
IFSC কোড- জানা গিয়েছে, জুন মাসের পরই বদলে যাবে কানাড়া ব্যাঙ্কের IFSC কোড। তাই ৩০ শে জুনের মধ্যে গ্রাহকদের আপডেট করার তথ্য দেওয়া হয়েছে।