স্টার্ক একা নন, এই পাঁচ প্লেয়ারও কয়েক কোটি নিয়ে ডুবিয়েছে দলকে! রইল তালিকা

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League) হল এমনই একটি মেগা টুর্নামেন্ট যেখানে দেশ-বিদেশের তারকা খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, তাঁদেরকে দলে আনার জন্য কোটি কোটি টাকা খরচ করতেও প্রস্তুত থাকে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে, চলতি বছরের IPL-এ একটি অবাক করা বিষয় পরিলক্ষিত হয়েছে। মূলত, ২০২৪-এর IPL-এ এখনও পর্যন্ত বহু অনামী ক্রিকেটার তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও একাধিক মূল্যবান তারকা খেলোয়াড় হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই ৫ জন মূল্যবান ক্রিকেটারের বিষয় উপস্থাপিত করব। যাঁদেরকে দলে আনতে বিপুল অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।

১. মিচেল স্টার্ক: এই তালিকায় প্রথমেই রয়েছে মিচেল স্টার্কের নাম। এই খেলোয়াড়ের পেছনে ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও, এখনও পর্যন্ত স্টার্কের পারফরম্যান্স খুব একটা নজর কাড়তে পারেনি। পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ ওভারের বোলিং, প্রতিটি ক্ষেত্রেই বিপক্ষ দলকে প্রচুর রান দিয়ে ফেলছেন তিনি। যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে KKR-কে।

২. স্পেন্সার জনসন: এই খেলোয়াড়ের জন্য ১০ কোটি টাকা খরচ করেছে গুজরাট টাইটান্স। অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি পেসারকে দিয়ে ডেথ ওভারে আঘাত হানার পরিকল্পনা থাকলেও একটিমাত্র ম্যাচ বাদ দিয়ে প্রত্যেকটিতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন জনসন। তিনটি ম্যাচে এখনও পর্যন্ত তিনি পেয়েছেন একটি উইকেট।

These 5 players are not able to play well in IPL.
স্পেন্সার জনসন

৩. ড্যারিল মিচেল: চেন্নাই সুপার কিংস ড্যারিল মিচেলের জন্য খরচ করেছে ১৪ কোটি টাকা। তবে, নিউজিল্যান্ডের এই দুর্ধর্ষ খেলোয়াড় IPL-এ হয়েছেন চূড়ান্ত ব্যর্থ। তিনি ৬ টি ইনিংসে ১২৫ স্ট্রাইক রেটের সাথে ১৩৫ রান করেছেন। যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর হল মাত্র ৩৪।

আরও পড়ুন: আউট নিয়ে ঝামেলা! আম্পায়ারদের সঙ্গে তর্ক করে “বিরাট” বিপদ ডাকলেন কোহলি, সাজা দিল BCCI

৪. আলজারি জোসেফ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আলজারি জোসেফকে ১১.৫০ কোটি টাকায় কিনে সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু, IPL-এ তাঁর খারাপ পারফরম্যান্স ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। প্রথম ৩ টি ম্যাচে তাঁর জঘন্য পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী ম্যাচগুলিতে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: জঘন্য পারফরম্যান্সের জন্য এবার কড়া পদক্ষেপ! স্টার্ক ছাড়াও কপাল পুড়ল এই প্লেয়ারের, বড় সিদ্ধান্ত KKR-এর

৫. হর্ষাল প্যাটেল: ডেথ ওভারে দুর্দান্ত বল করতে পারেন হর্ষাল প্যাটেল। আর সেই লক্ষ্যেই ১১.৭৫ কোটি টাকা দিয়ে হর্ষাল প্যাটেলকে দলে নিয়েছিল পাঞ্জাব সুপার কিংস। কিন্তু, এই মরশুমে তিনি এখনও ছন্দ খুঁজে পাননি। মাত্র একটি ম্যাচ বাদ দিলে প্রত্যেকটিতেই ফ্লপ হয়েছেন তিনি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর