কর ছাড় থেকে রেল! উপহারের ডালি সাজিয়ে কেন্দ্রীয় বাজেট, হতে পারে এই ৫ বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Budget 2025)। আজ এই বাজেটের দিকে নজর থাকবে প্রত্যেক দেশবাসীর। প্রত্যেক বছর কেন্দ্রীয় বাজেটকে কেন্দ্র করেই জড়িয়ে থাকে সাধারণ মানুষের সমস্ত আশা-আকাঙ্ক্ষা। আজ এই আর্থিক বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কি ঘোষণা হবে বাজেটে (Budget 2025)?

সকাল থেকেই  সবার নজর রয়েছে এই কেন্দ্রীয় বাজেটের  (Budget 2025) দিকে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথ দেখাতে পারে কেন্দ্রীয় সরকার। এছাড়াও বড় ঘোষণা করা হতে পারে কর ছাড়ের বিষয়ে। নজর দেওয়া হতে পারে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে।

করছাড় নিয়ে ঘোষণা 

সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাধারণ মানুষের ওপর করের বোঝা কমাতে আয়কর নিয়ে বড় সিদ্ধান্ত থাকতে পারে আজকের বাজেটে (Budget 2025)। জানা যাচ্ছে,বছরে যাদের ১০ লক্ষ টাকা আয় তাদের কোন কর নাও দিতে হতে পারে। এছাড়া যারা ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে আয় করেন তাদের জন্য এবারের বাজেটে থাকবে বড় উপহার। এছাড়াও এই বাজেটে করের বোঝা ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হতে পারে। এরফলে ব্যাপক উপকৃত হতে চলেছেন আমজনতা।

আবাস নিয়ে ঘোষণা 

দেশের সাধারণ মানুষের কথা ভেবে বিশেষ করে মধ্যবিত্তের কথা চিন্তা করেই তৈরি হবে এবারের বাজেট। মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতে আবাসের মূল্য সীমা নির্ধারিত করা হতে পারে। জানা যাচ্ছে, মেট্রো শহরগুলির মূল্য সীমা ৪৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা এবং অন্যান্য শহরে তা হতে পারে ৫০ লক্ষ টাকা। আবার গৃহঋণের সুদের উপর কর ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে।

জ্বালানি খরচ 

কমতে পারে জ্বালানির দাম। মনে করা হচ্ছে এবারের বাজেটে কমানো হতে পারে পেট্রোল ডিজেলের দাম। আগেই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি জ্বালানির ওপর থেকে আবগারি শুল্ক  কম করার দাবি জানিয়েছে সরকারের কাছে। সরকার যদি এই দাবি মেনে নেয় তাহলে পেট্রোল এবং ডিজেলের দাম কমবে।

আরও পড়ুন: আরও আঁটোসাঁটো নিরাপত্তা! আইসিএসই, আইএসসি-র প্রশ্নপত্রের সুরক্ষায় আসছে বিশেষ অ্যাপ

কর্মসংস্থানে জোর

আমাদের দেশে বেকারত্ব একটা বড় চ্যালেঞ্জ। এই কর্মসংস্থান নিয়ে বিরোধীরা বারবার কাঠগড়ায় তুলেছে কেন্দ্রের মোদি সরকারকে। এবার কেন্দ্রের বাজেটে দেশের নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান নিয়ে থাকতে পারে কোন নতুন ঘোষণা। ইন্টার্নশিপ প্রোগ্রামের পাশাপাশি চাকরি পাওয়ার বিষয়ে ও বড় কোনো ঘোষণা করা হতে পারে।

Budget and these items price drop down
রেলে বিশেষ নজর

কেন্দ্রীয় বাজেটে বিপুল বরাদ্দ করা হতে পারে ভারতীয় রেলের জন্য। সারা দেশ জুড়ে রেল পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেই কাজ যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য এবার ভারতীয় রেলের জন্য বিপুল বরাদ্দ করা হতে পারে। একইসঙ্গে নতুন ট্রেন সহ আরও বেশ কিছু ঘোষণা করা হতে পারে বলেই  শোনা যাচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর