সুরেশ রায়না সমেত এই পাঁচ ক্রিকেটারকে কিনল না কেউই! রয়েছেন তিন প্রাক্তন অধিনায়কও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার আইপিএল নিলামে সুরেশ রায়নাকে কোনও দল নিজের সাথে যুক্ত করেনি। গত মরশুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। তিনি তার বেস প্রাইস এবারও ২ কোটি টাকা রেখেছিলেন। কিন্তু দীর্ঘদিন তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়না তাকে। তাই তার পেছনে ২ কোটি টাকা খরচ করতে চাননি কেউই।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং আইপিএলেও অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা স্টিভ স্মিথের জন্যও কেউ বিড করেনি। তিনিও তার বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন। স্টিভ স্মিথ রাজস্থান রয়্যালস এবং রাইজিং সুপার জায়ান্টসেরও অধিনায়কত্ব করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারও ক্রেতা পাননি। তিনি তার বেস প্রাইস ১ কোটি টাকা রেখেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তার। ডেভিড মিলার আইপিএলে পাঞ্জাব কিংসের হয়েই বেশিরভাগ সময় খেলেছেন।

Shakib Al Hasan

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সাকিব আল হাসানের জন্যও কেউ বিড করেনি। তিনিও তার বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন। গত বছর আইপিএল খেলতে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যেতে রাজি হননি বাংলাদেশের এই খেলোয়াড়। সম্প্রতি বিপিএলে দুরন্ত ফর্মে থাকলেও আইপিএলে দল পেলেন না তিনি। সেই সঙ্গে দল পাননি আফগান অলরাউন্ডার ও আইপিএলে নিজের যোগ্যতা প্রমান করা মহম্মদ নবীও।

Reetabrata Deb

সম্পর্কিত খবর