T20 বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের দাপট! ভাঙা অসম্ভব কোহলি-ধোনি-যুবরাজের এই ৭ টি দুর্ধর্ষ রেকর্ড

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সূচি অনুযায়ী, এই টুর্নামেন্টটি আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে। যেটি চলবে ২৯ জুন পর্যন্ত। চলতি বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ২০ টি দল। এমতাবস্থায়, ভারত ২০০৭ সালের পর ফের জয়ী হওয়ার অভিপ্রায় এই টুর্নামেন্টে খেলতে নামবে। ইতিমধ্যেই রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ১৫ সদস্যের ভারতীয় দল (Indian National Cricket Team) নির্বাচন করা হয়েছে। তবে T20 বিশ্বকাপ শুরুর আগে বর্তমান প্রতিবেদনে আজ আমরা ভারতীয় খেলোয়াড়দের এই টুর্নামেন্ট সম্পর্কিত এমন ৭ টি রেকর্ডের প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি ভাঙা কার্যত অসম্ভব। চলুন, জেনে নিই সেই রেকর্ডগুলি সম্পর্কে।

১. তৃতীয় স্থানে নেমে সবচেয়ে বেশি রান: T20 বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় অবস্থানে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। কোহলি ২০১২ থেকে ২০২২ পর্যন্ত ২৪ ম্যাচের ২৪ টি ইনিংসে ১,১৩২ রান করেছেন। যেখানে তাঁর গড় হল ৮৭.০৭। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় কেভিন পিটারসেন। ১৩ ইনিংসে তিনি ৪৮০ রান করেছিলেন।

২. সর্বোচ্চ পঞ্চাশ প্লাস স্কোর: T20 বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ ফিফটি প্লাস স্কোর (৫০ বা তার বেশি রান) করার রেকর্ডও কোহলির দখলে রয়েছে। তিনি ১৪ বার এটি করেছেন। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন দু’জন খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ক্রিস গেইল এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৯ বার ফিফটি প্লাস রান করেছেন।

৩. T20 বিশ্বকাপে সর্বোচ্চ রান: T2O বিশ্বকাপের একটি আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও বিরাট কোহলিরই রয়েছে। ২০১৪ সালে তিনি ৩১৯ রান করেছিলেন। এই রেকর্ড এখনও টিকে আছে। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালে তিনি ৩১৭ রান করেন। এদিকে, ২০২১ সালে, পাকিস্তানের বাবর আজম ৩০০ রানের সীমা অতিক্রম করলেও কোহলির রেকর্ড ভাঙতে পারেননি। তিনি ৩০৩ রান করেছিলেন।

৪. দ্রুততম ফিফটি: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম পঞ্চাশ করার রেকর্ডটি প্রাক্তন ভারতীয় ব্যাটার যুবরাজ সিংয়ের নামে রয়েছে। এই টুর্নামেন্টের প্রথম আসরেই এই রেকর্ড গড়েছিলেন যুবরাজ। তিনি ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে পঞ্চাশ করেছিলেন। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের স্টেফান মাইবার্গ ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। মাইবার্গ ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে পঞ্চাশ করেন এবং ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ বলে পঞ্চাশ করেছিলেন স্টয়নিস।

These 7 records of Kohli-Dhoni-Yuvraj are impossible to break in T20 World Cup.

৫. উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি উইকেট: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটকিপিংয়ে এমন একটি রেকর্ড রয়েছে যা ভাঙা কঠিন। T20 বিশ্বকাপের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়া খেলোয়াড় হলেন ধোনি। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ৩২ ইনিংসে তিনি ৩২ টি ডিসমিসাল করেন। এর মধ্যে রয়েছে ২১ টি ক্যাচ এবং ১১ টি স্টাম্পিং। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক কামরান আকমল ৩০ টি ডিসমিসাল করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন: বন্দে ভারত কিংবা দুরন্ত নয়! ভারতের এই ট্রেনটিই মালামাল করে দিচ্ছে রেলকে, হচ্ছে বিপুল লক্ষ্মীলাভ

৬. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ: মহেন্দ্র সিং ধোনির নামে আরও একটি আশ্চর্যজনক রেকর্ড রয়েছে। অধিনায়ক হিসেবে T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত, তিনি ৩৩ টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন। ওই সময়ের মধ্যে, ভারত ২০ টি ম্যাচ জিতেছে এবং ১১ টি হেরেছে। এদিকে, একটি ম্যাচ টাই হয় এবং একটিতে কোনো ফল হয়নি। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। T20 বিশ্বকাপে ১৮ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।

আরও পড়ুন: লকেটকে দিলেন খোঁচা! কেন হুগলিতে প্রার্থী হলেন রচনা? “আসল সত্যি” সামনে আনলেন মমতা

৭. ম্যাচের সেরার পুরস্কার: বিরাট কোহলি T20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। তিনি এই পুরস্কার পেয়েছেন ৭ বার। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল, মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা। তিনজনই ৬ বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। এদিকে এবি ডি ভিলিয়ার্স, শাহিদ আফ্রিদি এবং তিলকরত্নে দিলশান এই পুরস্কার পেয়েছেন ৪ বার।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর