টাকার লোভই কাল হল! আল্লু অর্জুনের ‘পুষ্পা’র প্রস্তাব ফিরিয়ে হাত কামড়াচ্ছেন নোরা-দিশা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ ভারতীয় ছবিকে নতুন দিশা দেখিয়েছে ‘পুষ্পা: দ‍্য রাইজ পার্ট ওয়ান’ (pushpa)। ছবিটি বক্স অফিসে যে পরিমাণ ব‍্যবসা করেছে, তা দেখার পর এটা বললে এতটুকু অত‍্যুক্তি হয় না। ২০২১ এ ভারতীয় সিনেমায় সবথেকে সফল ছবিগুলির মধ‍্যে অন‍্যতম আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ‘পুষ্পা’। ৩০০ কোটি টাকার মাইল ফলক পেরোনো এই ছবির প্রস্তাব যারা ফিরিয়েছিলেন তারা যে খুব বড় ভুল করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

একেই বলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা! সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আল্লু অর্জুন ও রশ্মিকার আগে নাকি পুষ্পার জন‍্য আরো কয়েকজন অভিনেতা অভিনেত্রীর কাছে গিয়েছিলেন পরিচালক সুকুমার। তালিকায় রয়েছেন মহেশ বাবু, সামান্থা রুথ প্রভু, দিশা পাটানি (disha patani), নোরা ফতেহির (nora fatehi) মতো তারকারা। কিন্তু তাঁরা সকলেই ফিরিয়ে দেন ছবির প্রস্তাব।


সূত্রের খবর মানলে, আল্লুর আগে আরেক সুপারস্টার মহেশ বাবুর কাছে পুষ্পারাজ চরিত্রটির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সুকুমার। কিন্তু চরিত্রটির জন‍্য লুক বদলাতে আর খলনায়ক ঘেঁষা অভিনয় করতে রাজি হননি মহেশ বাবু। তারপরেই আল্লুর কাছে প্রস্তাব রাখেন পরিচালক।

ছবিতে নায়িকা শ্রীভল্লির চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা। কিন্তু পরিচালকের প্রথম পছন্দ নাকি ছিলেন সামান্থা রুথ প্রভু। কিন্তু অজানা কারণ বশত চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও আইটেম গান ‘উ আনটাভা’তে নাচতে রাজি হন তিনি। এখানেও রয়েছে টুইস্ট। দীর্ঘ অভিনয় কেরিয়ারে আগে কখনোই কোনো আইটেম নাম্বার করেননি সামান্থা।


পরিচালক তাই পুষ্পার এই হিট গানের প্রস্তাব দিয়েছিলেন দিশা পাটানিকে। অনেক খরচ করতেও রাজি ছিলেন তিনি। কিন্তু একাধিক কারণ দেখিয়ে ফিরিয়ে দেন ‘রাধে’ নায়িকা। এরপর প্রস্তাব রাখা হয় নোরা ফতেহির কাছে। তিনি আবার এই একটি নাচের জন‍্যই অবাক করা দর হেঁকে বসেন। বাধ‍্য হয়ে সামান্থার কাছেই যান পরিচালক সুকুমার। বাকিটা তো সকলেই দেখতে পাচ্ছেন। গানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা দেশেই।

X