বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করার জন্য তৈরি থাকতে হয়। অনেক সময় একজন পুরুষ অভিনেতাকেও চিত্রনাট্যের প্রয়োজনে নারী (Ladies) চরিত্রে অভিনয় করতে হতে পারে। বলিউডে এমন একাধিক উদাহরণ রয়েছে, যেখানে একজন পুরুষ অভিনেতা মহিলাদের মতো বেশভূষা করে মহিলা হওয়ার অভিনয় করেছেন।
এই পুরুষ অভিনেতারা সেজেছেন মহিলা (Ladies)
জানলে অবাক হবেন, রিতেশ দেশমুখ, সইফ আলি খান থেকে শাহরুখ খান, সলমন খান, এমনকি অমিতাভ বচ্চন পর্যন্ত অভিনয় করেছেন মহিলাদের (Ladies) চরিত্রে। আর রীতিমতো তাক লাগানো অভিনয় করেছেন। কোন ছবিতে দেখা গিয়েছিল তাঁদের নারী চরিত্রে?
আরো পড়ুন : গ্রামের মেয়ে শহরের ছেলের দুষ্টুমিষ্টি গল্প, ‘পরিণীতা’র নায়িকা পারুলকে চেনেন?
আয়ুষ্মান খুরানা– ভিন্ন ধরণের ‘হটকে’ চিত্রনাট্য খোঁজার জন্যই পরিচিতি রয়েছে আয়ুষ্মান খুরানার। এর জন্য বিভিন্ন ধরণের চরিত্রে নিজের অভিনয় প্রতিভাকে পরখ করেছেন তিনি। বিশেষ করে ‘ড্রিম গার্ল’ এবং ‘ড্রিম গার্ল ২’ ছবিতে মহিলাদের (Ladies) মতো সাজপোশাক করে অভিনয় করেছিলেন আয়ুষ্মান।
আরো পড়ুন : তুখোড় অভিনয়ে জিতেছেন দর্শকদের মন, মা হতে চলেছেন ‘নিম ফুলের মধু’ অভিনেত্রী! নিজেই দিলেন সুখবর
সইফ আলি খান– ‘হামশকলস’ ছবিতে মহিলাদের (Ladies) পোশাকে এবং লম্বা উইগে সইফকে দেখে হাসি আটকাতে পারেননি দর্শক। মজার চরিত্রটি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি।
রিতেশ দেশমুখ– কমেডি ছবির প্রাণ তিনি। ‘আপনা সপনা মানি মানি’ ছবিতে নারী চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন রিতেশ।
শাহরুখ খান– রোম্যান্টিক এবং অ্যাকশন ছাড়াও ভিন্ন ধরণের চরিত্রেও অভিনয় করেছেন শাহরুখ। এর মধ্যে ‘ডুপ্লিকেট’ ছবিতে নারী (Ladies) চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল কিং খানকে।
সলমন খান– বরবর ‘মাচো ম্যান’ ইমেজেই দেখা যায় সলমনকে। তবে ‘জান এ মন’ ছবিতে একটি ড্রিম সিকোয়েন্সে মহিলাদের (Ladies) মতো পোশাক পরে সাজতে হয়েছিল তাঁকে। দর্শকদের প্রচুর হাততালি পেয়েছিল দৃশ্যটি।
কমল হাসান– ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ভার্সেটাইল অভিনেতা কমল হাসান। ‘চাচি ৪২০’ ছবিতে একজন মধ্যবয়স্ক নারী চরিত্র তিনি যেভাবে সর্বাঙ্গীণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন তা সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল।
অমিতাভ বচ্চন– হ্যাঁ ঠিকই পড়েছেন। ‘লাওয়ারিস’ ছবিতে একটি ছোট দৃশ্যের জন্য মহিলাদের পোশাক পরে সেজেছিলেন অমিতাভ। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়।