বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম (nepotism), ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। নেপোটিজমের দরুন বহু প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীকে হিট ছবি করার পরেও ছেড়ে দিতে হয়েছে বলিউড। দেখে নিন এমনই কয়েকজন অভিনেতা অভিনেত্রীর তালিকা যারা হয়েছেন নেপোটিজমের শিকার।
তনুশ্রী দত্ত– বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন এই বাঙালি অভিনেত্রী। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ ছবির পরেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। চকলেট, ঢোল, রিস্ক, সাস বহুর মতো ছবিতেও অভিনয় করেছিলেন তনুশ্রী। তারপর তিনি #Metoo মুভমেন্টে জড়িয়ে পড়েন। নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন তনুশ্রী। এরপর আর বলিউডের কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে।
রনিত রয়– বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রনিত। ছোটপর্দায় তিনি বেশ পরিচিত মুখ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, উড়ান, টু স্টেটস ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ভাল অভিনয় সত্ত্বেও বড়পর্দায় তেমন সাফল্য পাননি রনিত রয়। বেশি ছবিতেও দেখা যায়নি তাঁকে।
প্রাচি দেশাই– মিষ্টি লুকের প্রাচিকে প্রথম দেখা যায় ইমরান হাশমির বিপরীতে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’তে। এরপর রক অন, বোল বচ্চন ছবিতেও অভিনয় করেন তিনি। কিন্তু এরপরেই হঠাৎ করে বলিউড থেকে হারিয়ে যান তিনি।
গ্রেসি সিং– লগান, গঙ্গাজল, মুন্নাভাই এমবিবিএস এর মতো হিট ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে।
বিবেক মুশরন– সওদাগর ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। বলিউডে বেশ পরিচিত মুখ ছিলেন বিবেক। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেন তিনি। কিন্তু বেশিদিন বলিউডে টিকতে পারেননি তিনি।