কেউ ছেড়েছেন মাছ-মাংস, কেউ খারাপ নেশা! পর্দায় শ্রীরাম-কৃষ্ণ হয়ে উঠতে আত্মত্যাগ করেছেন এই তারকারা

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের (Acting) জন্য কত কিছুই না করতে হয় তারকাদের। বিভিন্ন ছবিতে বিভিন্ন ধরণের চরিত্র ফুটিয়ে তোলেন তাঁরা। সেসব চরিত্র বাস্তবসম্মত করে তুলতেও কম খাটতে হয় না তাদের। এমনকি অনেকে নিজের প্রিয় কোনো জিনিস ত্যাগ করেন বা কোনো অভ্যাস ত্যাগ করেন।

পর্দায় পৌরাণিক ছবি বা সিরিয়ালে ঈশ্বরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে একাধিক অভিনেতা অভিনেত্রীকে। জানলে অবাক হবেন, পর্দায় ভগবান হয়ে ওঠার জন্য অনেকে নিজের প্রিয় আমিষ খাবার, এমনকি বদভ্যাসও ছেড়ে দিয়েছেন। তালিকায় কোন কোন অভিনেতারা রয়েছেন?

These actors gave up bad things for acting

ননভেজ ছাড়েন অক্ষয় কুমার

‘ও এম জি’ ছবিতে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে সিনেপ্রেমীদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন অক্ষয়। এক দশক আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসেও দারুণ ফল করেছিল। কিন্তু কৃষ্ণের ভূমিকায় অভিনয় করতে বড়সড় আত্মত্যাগ করেছিলেন অভিনেতা।

নিজের মায়ের কথা রাখতে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন অক্ষয়। তাঁর মায়ের বক্তব্য ছিল, মাছ মাংস খাওয়া বন্ধ না করলে পর্দায় কৃষ্ণের চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারবেন না তিনি। তাই ছবির শুটিং শুরুর আগে আমিষ খাওয়া ছেড়ে দেন অক্ষয়। কিন্তু শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও আর আমিষ খাননি তিনি। চিরতরে নিরামিশাষী হয়ে গিয়েছেন অভিনেতা।

দারা সিং করেছিলেন এই কাজ

রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ সিরিয়ালে হনুমানের ভূমিকায় দেখা গিয়েছিল দারা সিংকে। বজরংবলী হয়ে উঠতে তিনিও বড়সড় সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর ছেলে বিন্দু দারা সিং জানিয়েছিলেন, হনুমানের ভূমিকায় নিজেকে এতটাই সঁপে দিয়েছিলেন অভিনেতা যে ঘুমের মধ্যেও নাকি সংলাপ বলতেন তিনি। তিনিও ওই চরিত্রের জন্য মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

These actors gave up bad things for acting

বদ নেশা ছাড়েন অরুণ গোভিল

এত বছর পরেও পর্দার সবথেকে যোগ্য ‘রাম’ অরুণকেই মানা হয়। দর্শকদের মনে পাকাপাকিভাবে রাম হয়ে উঠেছেন তিনি। কিন্তু এই চরিত্রটির জন্য তিনি কী করেছিলেন তা জানেন? অরুণ জানিয়েছিলেন, প্রথমে তাঁকে রামচন্দ্র চরিত্রের জন্য নিতে চাননি পরিচালক রামানন্দ সাগর। কারণ অরুণ ধূমপান করতেন। আর পরিচালকের বক্তব্য ছিল, পর্দায় যে ব্যক্তি রামের মতো একটি চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন তাঁর মধ্যে কোনো খারাপ নেশা থাকা চলবে না। তাই ধূমপান ছেড়ে দেন অরুণ গোভিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর