জনপ্রিয়তা পেয়েও ছেড়েছেন ইন্ডাস্ট্রি, এই অভিনেত্রীরা চিরতরে বিদায় জানিয়েছেন বলিউডকে

বাংলাহান্ট ডেস্ক : গ্ল্যামার জগৎ দেখতে শুধু বাইরে থেকেই আকর্ষণীয়। কিন্তু এখানে টিকে থাকা যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার। অনেকেই এই চ্যালেঞ্জের মুখে পড়ে দিশেহারা হয়ে যান। তারপর এক সময়ে হারিয়ে যান ইন্ডাস্ট্রির ভিড়ে। আবার অনেকে স্বেচ্ছায়ও ছেড়ে যান অভিনয় (Actress) জগৎ। বলিউডেও এমন উদাহরণ কম নেই।

কোন অভিনেত্রীরা (Actress) ছেড়েছেন বলিউড

অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছেন এমন অভিনেত্রীর (Actress) সংখ্যা রয়েছে বেশ কয়েকজন। নেপথ্যে ব্যক্তিগত সংগ্রাম, ইন্ডাস্ট্রির রাজনীতি, বিয়ে, মাতৃত্বের মতো একাধিক কারণ রয়েছে। আবার হঠাৎ করে ধর্মে মতি এসে ইন্ডাস্ট্রি ছেড়েছেন এমন অভিনেত্রীও (Actress) রয়েছেন বলিউডে। চট করে দেখে নিন তালিকাটা-

These actress left bollywood industry

সানা খান- বলিউডের অতি পরিচিত মুখ। বিগ বসের প্রতিযোগী থেকে অভিনয় জগতে পা রেখে বেশ নাম করেছিলেন সানা। কিন্তু হঠাৎ করেই মন বদলে যায় তাঁর। রাতারাতি ধর্মের পথে হাঁটার জন্য বলিউডকে বিদায় জানান অভিনেত্রী (Actress)।

অনাঘা ভোঁসলে- হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন অনাঘা। অনুপমা সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে হঠাৎ করেই অভিনয় ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী (Actress)। এর কারণ হিসেবে ইন্ডাস্ট্রির রাজনীতিকেই দায়ী করেছিলেন অনাঘা।

আরো পড়ুন : বয়স শুধুই সংখ্যা মাত্র, ৮০-র দোরগোড়ায় এসে বলিউডে কামব্যাক করছেন শর্মিলা

অদিতি মালিক- শারারাত সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন অদিতি। কিন্তু নিজের ভালোবাসার জন্য সংসার বাঁধতে অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী (Actress)।

আরো পড়ুন : নিজের কেরিয়ারের স্বার্থে ‘বিসর্জন’ দেন ছোট ভাইকে! প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিষ্ফোরক মা মধু চোপড়া

মোহেনা কুমারী- ডান্স ইন্ডিয়া ডান্স শোয়ের মাধ্যমে পরিচয় পেয়েছিলেন মোহেনা। এরপর ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায় এর মতো জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছিলেন তিনি। তবে বিয়ের পরেই অভিনয় জগৎকে বিদায় জানান অভিনেত্রী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর