বাংলাহান্ট ডেস্ক: হিন্দু অবাঙালিদের মধ্যে করবা চৌথ (Karwa Chauth) অন্যতম গুরুত্বপূর্ণ রীতি। এখন অবশ্য সিরিয়ালের দৌলতে বাঙালিদের মধ্যেও করবা চৌথের রমরমা দেখা যাচ্ছে। এদিন স্ত্রীরা স্বামীদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোসের পল সন্ধ্যায় চাঁদ দেখে তারপর স্বামীর হাতে জল, খাবার খায়। বলিউডি ছবিতেও করবা চৌথের রীতিকে বরাবর রোম্যান্টিক ভাবে দেখানো হয়েছে।
এখন অনেক তারকা স্ত্রীদের পাশাপাশি নিজেরাও করবা চৌথের উপোস রাখেন। আবার এমনো অনেক তারকা আছেন যাদের এই রীতি পালনে ঘোর অনীহা। বরং বিবাহিত মহিলাদের করবা চৌথ কেন করা উচিত নয়, তা নিয়ে সরব হয়েছেন। এই তালিকায় রয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), টুইঙ্কল খান্না (Twinkle Khanna), রত্না পাঠক শাহের মতো অভিনেত্রীরা। করবা চৌথের বিরুদ্ধে বলে বিতর্কেও জড়িয়েছেন তাঁরা।
করিনা কাপুর খান এর মতে, করবা চৌথের উপোস করে স্বামী সইফ আলি খানের প্রতি তাঁর ভালবাসা ব্যক্ত করার প্রয়োজন নেই। পাশাপাশি তিনি খিদেয় মরতেও চান না। বরং এই দিনটা দিব্যি খাবার, জল খেয়ে কাজ করেই কাটান করিনা।
টুইঙ্কল খান্নাও উপোস করেন না। তিনি প্রশ্ন তুলেছিলেন, মানুষ যখন একাধিক বিয়ে করে তখন প্রথম স্বামীর জন্য উপোস করে কি লাভ? করবা চৌথের উপোসের কারণটাই বোঝেন না তিনি। অক্ষয় কুমারের স্ত্রী এও বলেছেন, এমন ১০০ টা দেশ রয়েছে যেখানে ভারতীয় পুরুষরা করবা চৌথের উপোস ছাড়াও দিব্যি বেঁচে রয়েছেন। টুইঙ্কলের এই মন্তব্যে বিতর্কও হয়েছিল।
রত্না পাঠক শাহও করবা চৌথের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, সমাজ অত্যন্ত রক্ষণশীল হয়ে উঠছে। মহিলাদের বাধ্য করা হচ্ছে ধর্মকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে। শিক্ষিতা আধুনিকা নারী তাদের স্বামীদের জন্য উপোস করবে যাতে তাদের আয়ু বাড়ে, এটা কি ভয়াবহ নয়? ভারতীয় সমাজে বিধবা হওয়া এখনো ভয়ঙ্কর বিষয়। তাই নিজেকে বিধবা হওয়া থেকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি। একুশ শতকে শিক্ষিতা মহিলারা এসব করছে!
একদিকে যেমন বিরোধীরা আছে, আবার অন্যদিকে বলিউডে এমন অভিনেত্রীরাও আছেন যারা ধুমধাম করে করবা চৌথ পালন করেন। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি দুজনে একে অপরের জন্য উপোস করেন। অন্যদিকে শিল্পা শেট্টি কুন্দ্রাও স্বামী রাজ কুন্দ্রার জন্য উপোস করেছিলেন, এমনকি যখন তিনি জেলে ছিলেন তখনো।