বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানির (daboo ratnani) বেশ জনপ্রিয়তা রয়েছে। প্রতি বছরই তাঁর ক্যালেন্ডারের জন্য নয়া নয়া পোজে ফটোশুট করেন জনপ্রিয় তারকারা। আর প্রতি বারই ভাইরাল হয় সেই সব ফটোশুট (photoshoot)।
গত বছরের শুরুতে ডাবু রত্নানির ক্যালেন্ডারের জন্য টপলেস (topless) ফটোশুট করে চমকে দিয়েছিলেন কিয়ারা আডবানী। একটি পাতার আড়ালে কপলেস অবস্থায় ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিলেন। তবে কিয়ারাই প্রথম নন, এর আগে আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, বিদ্যা বালান, সানি লিওন সহ অনেকেই টপলেস ফটোশুট করেছেন ডাবুর ক্যালেন্ডারের জন্য।
কিয়ারা আডবানী– কিয়ারা আডবানীর আবেদনময়ী ছবিটি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে ছবিটি নিয়ে বেশ মিমও তৈরি হয়েছিল। নগ্ন অবস্থায় শুধু মাত্র একটি পাতার আড়ালে ক্যামেরাবন্দি হয়েছিলেন কিয়ারা।
ভূমি পেডনেকর– গত বছরেই ভূমিও ডাবুর ক্যালেন্ডারের জন্য টপলেস ফটোশুট করেন। বাথটাবের মধ্যে বসে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি।
সানি লিওন– আবেদনময়ী ফটোশুট করতে যে সানির জুড়ি নেই তা সকলেই স্বীকার করবেন। এর আগে টপলেস অবতারেও দেখা মিলেছে তাঁর। এবার ক্যালেন্ডার ফটোশুটের জন্য টপলেস অবস্থায় একটি বইয়ের পেছনে নিজেকে আড়াল করেন সানি। শুধু তাই নয়, একটি বড়সড় আকারের টুপির পেছনেও নগ্ন অবস্থায় ধরা দিয়েছেন তিনি।
বিদ্যা বালান– ডাবুর ফটোশুটের জন্য একাধিক বার টপলেস অবস্থায় ধরা দিয়েছেন বিদ্যা। খবরের কাগজের আড়ালে তাঁর ছবি বেশ ভাইরাল হয়।
পরিণীতি চোপড়া– একটি ট্রলির মধ্যে বসে নিরাবরন অবস্থায় ক্যামেরাবন্দি হন পরিণীতি।
কৃতি সানন– হট প্যান্ট ও বুকের সামনে একটি টুপি আড়াল করে ফটোশুট করেন কৃতি।
আলিয়া ভাট- একাধিক বার টপলেস ফটোশুট করেছেন আলিয়া। একবার শুধুমাত্র একটি কালো বিড়াল দিয়ে নিজেকে আড়াল করে ছবি তোলেন তিনি।
দীপিকা পাডুকোন– অবাক লাগলেও টপলেস ছবির তালিকায় রয়েছে দীপিকার নামও। সোফার আড়ালে টপলেস অবস্থায় ক্যামেরাবন্দি হন তিনি।