সেরাটা দিয়েও পাননি দর্শকদের সাড়া, এই ৫ ‘ফ্লপ’ ছবি না দেখলে নিজেকে শাহরুখ ভক্ত বলবেনই না!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের রোম্যান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan)। দর্শকদের প্রেমের নতুন সংজ্ঞা শিখিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু ছবি উপহার দিয়েছেন শাহরুখ (Shahrukh Khan)। এর মধ্যে অধিকাংশই রোম্যান্টিক ছবি হলেও ভিন্ন ধরণের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। কেরিয়ারের শুরুর দিকেই ‘ডর’ ছবিতে খল চরিত্রে অভিনয় থেকে ‘মাই নেম ইজ খান’এ অটিস্টিক চরিত্র তাঁর ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য মাইলফলক হয়ে রয়েছে।

শাহরুখের (Shahrukh Khan) কেরিয়ারেও রয়েছে কিছু ব্যর্থ ছবি

কেরিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন শাহরুখ (Shahrukh Khan)। তাঁর কিছু ছবি যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনি কিছু ছবি আবার বক্স অফিসে ঝড় তুলেছে, পেরিয়েছে কয়েকশো কোটির মাইলফলক। কিন্তু শাহরুখের (Shahrukh Khan) এমন কিছু ছবিও রয়েছে যেগুলি দর্শকদের থেকে তুলনামূলক কম প্রতিক্রিয়া পেয়েছে, যেগুলি নিয়ে তত চর্চা হয় না। অথচ এই ছবিগুলিতেও শাহরুখের (Shahrukh Khan) পারফরম্যান্স ছিল তাক লাগানো। তালিকায় রয়েছে কোন কোন ছবি?

আরো পড়ুন : ‘সিঙ্গেল থাকতে চাই’, সাফ কথা সুস্মিতার, এভি-র সঙ্গে প্রেম শুধুই গুজব?

চমৎকার– শাহরুখের (Shahrukh Khan) কেরিয়ারের শুরুর দিকের ছবি এটি। ছবিতে একজন সরল মানুষের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ (Shahrukh Khan) যার একজন খুন হওয়া মানুষের আত্মার সঙ্গে দেখা হয়।

আরো পড়ুন : ‘টেক্কা’ মুক্তির আগেই ধামাকা, রুক্মিনীকে নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত সুখবর দিলেন দেব

কভি হাঁ কভি না– একজন পুরুষের তাঁর প্রিয় নারীকে না পাওয়ার গল্প উঠে এসেছিল এই ছবিতে। এটি একজন অভিনেতা হিসেবে শাহরুখের (Shahrukh Khan) অন্যতম উল্লেখযোগ্য পারফরম্যান্স।

হে রাম– কমল হাসানের পরিচালনায় এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ (Shahrukh Khan)। তবে দারুণ অভিনয় সত্ত্বেও তাঁর এই ছবি নিয়ে তেমন চর্চা হয় না।

Shahrukh Khan

চাহাত– পারিবারিক সংঘাত এবং ব্যর্থ প্রেমের কাহিনি বলে এই ছবি। বক্স অফিসে ফেল করেছিল এই ছবি, তবে শাহরুখের (Shahrukh Khan) পারফরম্যান্স যে দারুণ ছিল তা স্বীকার করবেন সমালোচকরাও।

Shahrukh Khan

পহেলি– ছবিতে নিজস্ব স্টাইলে রোম্যান্টিক অ্যাকশন হিরো হিসেবে ধরা দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। একগুচ্ছ তারকা নিয়ে ছবিটি তৈরি হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। যদিও পরিবারের সঙ্গে দেখার জন্য বেশ উপভোগ্য ছবিটি।


Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর