কোটি কোটি টাকা পুড়ে খাক, বাঁচাতে পারেননি শাহরুখ-সলমনও! বলিউডের সবথেকে বিগ বাজেট ফ্লপ ছবি এগুলোই

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বড় ইন্ডাস্ট্রি বলিউড (Bollywood) ওরফে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। বছরে ছোট বড় মিলিয়ে কয়েকশো ছবি তৈরি হয় এখানে। বর্তমানে বলিউডের হাল খারাপ হলেও এক সময়ে কিন্তু বহির্বিশ্বে ভারতীয় ছবিকে চেনা হত বলিউড ছবি হিসেবেই। কোটি কোটি টাকা খরচ করে ছবি তৈরি করতেন নির্মাতারা। বক্স অফিসে উঠতও কোটি কোটি।

তবে ফ্লপ ছবির ভাগ্য বলিউডের নতুন নয়। অতীতেও বহু ছবি মুখ থুবড়ে পড়তে দেখেছে ইন্ডাস্ট্রি। খান ত্রয়ী, গুচ্ছ গুচ্ছ টাকা ঢেলেও দর্শকদের প্রেক্ষাগৃহে আনা যায়নি। এই ফ্লপ ছবির তালিকায় রয়েছে বেশ কিছু চমকে দেওয়ার মতো নামও। তাহলে আর দেরি কেন? ঝটপট চোখ বুলিয়ে নিন তালিকায়-

shahrukh 20210325133722

জিরো– শাহরুখ খানের ‘জিরো’ ছবিটি তালিকায় থাকবে না এমনটা হতেই পারে না। পরিচালক আনন্দ এল রাই এবং কিং খানের জুটি লজ্জাজনক ভাবে ফেল করে গিয়েছিল সেবার। ২০০ কোটি টাকা দিয়ে তৈরি ছবিটি একেবারেই লাভজনক ব্যবসা করতে পারেনি।

টিউবলাইট– দু নম্বরেই নাম সলমন খানের। ভাইজানের কেরিয়ারে একেবারেই অন্য রকম এই ছবিটির গল্প। দর্শকদের একাংশ প্রশংসাও করেছিলেন ছবির গল্প এবং সলমনের অভিনয়ের। তবুও ১৩৫ কোটি টাকা বাজেটের ছবিটি ফ্লপ হয়ে যায়।

63779 prithviraj

সম্রাট পৃথ্বীরাজ– করোনা পরবর্তী সময়ে বলিউডের ফ্লপ ছবিগুলির মধ্যে অন্যতম এটি। ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অক্ষয় কুমারকে। মোট ৩০০ কোটি টাকা বাজেটের ছবি ৮০ কোটি টাকার ব্যবসা করেই রণে ভঙ্গ দিয়েছিল।

শানদার– শাহিদ কাপুর আলিয়া ভাট জুটির ছবিটিও ফ্লপ হয়েছিল। অভিনেত্রী নিজে আফশোস করেছিলেন ছবিটির জন্য হ্যাঁ বলে। তবে তুলনামূলক কম, ৭৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল শানদার।

রা ওয়ান– শাহরুখের কেরিয়ারের আরেক ফ্লপ ছবি। ১৩০ কোটি টাকায় তৈরি ছবিটি দর্শকরা বিশেষ পছন্দ করেননি।

ranbir

বম্বে ভেলভেট– ছবিটি এক রকম ভুলেই গিয়েছেন দর্শকরা। রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা অভিনীত ছবিটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১২০ কোটি টাকা। আর বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছিল ৪০-২০ কোটি টাকার।

ধাকড়– এই ছবির জন্য ঠাট্টার পাত্রী হতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। ৮৫ কোটি টাকার ছবি তুলতে পেরেছিল মোটে আড়াই কোটি টাকা।

Dhaakad review 1200

কাইটস– তালিকায় নাম আছে হৃতিক রোশনেরও। ৯০ কোটি টাকা বাজেটের ছবিটি প্রত্যাখ্যান করেছিল দর্শকরা।

সাওয়ারিয়া– রণবীর কাপুর এবং সোনম কাপুরের প্রথম ছবি। সঞ্জয় লীলা বনশালির ছবিটি শাহরুখ দীপিকার ‘ওম শান্তি ওম’ এর সামনে ফ্লপ হয়ে গিয়েছিল। ৪০ কোটি টাকা খরচ হয়েছিল ছবিটি তৈরিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর