বন্দে ভারত ও মিনি বন্দে ভারতের মধ্যে রয়েছে এই পার্থক্যগুলি! কোন রুটে শুরু হল সফর?

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে সফর শুরু করেছে দেশের অত্যাধুনিক সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। পাশাপাশি, যাত্রীদের কাছেও জনপ্রিয়তা অর্জন করেছে এই ট্রেন। এদিকে, খুব শীঘ্রই মিনি বন্দে ভারতকেও (Mini Vande Bharat) একাধিক রুটে চলতে দেখা যাবে। অর্থাৎ, আগামী দিনে ৮ টি কোচের বন্দে ভারত ট্রেনের দেখাও মিলবে।

পাশাপাশি, জানা গিয়েছে মিনি বন্দে ভারত ট্রেন দেশের মধ্যবিত্ত যাত্রীদের কাছে যাতায়াতের ক্ষেত্রে নতুন মাধ্যম হয়ে উঠবে। ইতিমধ্যেই ভারতীয় রেল ৮ টি কোচের মিনি বন্দে ভারত ট্রেনের জন্য দিল্লি-চণ্ডীগড়, চেন্নাই-তিরুনেলভেলি, লখনউ-প্রয়াগরাজ এবং গোয়ালিয়র-ভোপাল সহ বেশ কয়েকটি রুটে এই ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য যে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোধপুর থেকে সবরমতী পর্যন্ত মিনি বন্দে ভারতের উদ্বোধন করেন। এদিকে, জয়পুর সহ অন্যান্য রাজ্যে বন্দে ভারতের ক্ষেত্রে ১৬ টি কোচ থাকলেও এই ট্রেনটিতে মাত্র ৮ টি কোচ থাকবে। রেল মন্ত্রকের মতে, বর্তমানে ২৫ টি বন্দে ভারত ট্রেন সারা দেশে চলছে। যার মধ্যে ৯ টি ট্রেনে ৮ টি কোচ রয়েছে। এমতাবস্থায়, আরও ৪ টি নতুন ৮ কোচের বন্দে ভারত ট্রেন যুক্ত হওয়ার সাথে সাথে সারাদেশে চলমান বন্দে ভারত ট্রেনের মোট সংখ্যা হবে ২৯ টি।

মিনি বন্দে ভারতের বৈশিষ্ট্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মিনি বন্দে ভারতে দু’টি ক্যাটাগরি থাকবে। যেগুলি হল চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস। পাশাপাশি, এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া চেয়ার কারের চেয়ে বেশি হবে। ৮ টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে ৭ টি এসি চেয়ার কার এবং একটি এক্সিকিউটিভ ক্লাস থাকবে। ট্রেনটিতে ৫৫৬ জন যাত্রীর বসতে পারবেন। এছাড়াও, ট্রেনে ক্যাটারিংয়ের সুবিধাও রয়েছে। এমতাবস্থায়, যাত্রীরা যদি খাবারের অর্ডার দেন, সেক্ষেত্রে সেটির চার্জ ফেয়ার চার্জের সঙ্গে যুক্ত করা হবে।

গতি কত হবে: বর্তমানে বন্দে ভারতের যোধপুর থেকে সবরমতী পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে গড় গতি হল ঘণ্টায় ৮০ কিমি। তবে, এই ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলতে পারে। পাশাপাশি, দু’টি কোচের মাঝখানে ভেস্টিবিউল রয়েছে। এতে শব্দ নিয়ন্ত্রণ থাকবে। এছাড়াও, প্যান্ট্রি থেকে খাবারের সুবিধাও মিলবে। পাশাপাশি, ট্রেনের সামনের অংশটি হাইস্পিডের জন্য অ্যারোডাইনামিক আকারে রয়েছে।

These are the differences between Vande Bharat and Mini Vande Bharat

ভাড়া কমিয়েছে রেল: এদিকে, এই চারটি নতুন বন্দে ভারত ট্রেন ঠিক সেই সময় আসতে চলেছে যখন রেল ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রেল ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া কমানোর বিষয়ে জানিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি শুধুমাত্র বন্দে ভারত ট্রেনের জন্যই নয়, বরং যেসমস্ত ট্রেনের চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে সেগুলির ক্ষেত্রেও ভাড়া হ্রাস করা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর