যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে সেদিন থেকে ভারতীয় ক্রিকেটাররা ব্যাটিংয়ে নিজেদের আধিপত্য দেখিয়ে আসছেন। ভারতীয় ক্রিকেট দল বরাবরই ব্যাটসম্যান উপহার দিয়েছে বিশ্ব ক্রিকেটকে। সেই শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বর্তমানে বিরাট কোহলি ভারতীয় ব্যাটসম্যানরা এমন কয়েকটি রেকর্ড তৈরি করেছেন যেটা অন্যান্য দেশের ব্যাটসম্যানদের পক্ষে ভাঙ্গা কার্যত অসম্ভব। যেমন কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের 100 টি সেঞ্চুরি এছাড়াও রয়েছে ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার তিনটি ডবল সেঞ্চুরি।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক যে চারজন ভারতীয় ব্যাটসম্যান যারা ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন:-
চতুর্থ: ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছক্কা হাঁকানোর দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে 311 টি ম্যাচে 300 টি ইনিংস খেলে মোট 190 টি ছক্কা হাঁকিয়েছেন সৌরভ গাঙ্গুলী।
তৃতীয়: ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছক্কা হাকানোর দিক দিয়ে তিন নম্বর স্থানে রয়েছেন কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। শচীন টেন্ডুলকার 464 টি ওয়ানডে ম্যাচ খেলে 452 টি ইনিংসে 195 টি ছক্কা হাঁকিয়েছেন।
দ্বিতীয়: ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছক্কা হাঁকানোর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি তার ওয়ানডে কেরিয়ারে 350 টি ম্যাচে 297 টি ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন 229 টি।
প্রথম: ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছক্কা হাকানোর দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছেন ওয়ানডে ক্রিকেটে তিনটি ডবল সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার রোহিত শর্মা। রোহিত শর্মা তার ওয়ানডে ক্যারিয়ারে 224 টি ম্যাচ খেলে 217 টি ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন 244 টি।