এগুলি হল ভারতের সবথেকে বড় ন্যাশনাল হাইওয়ে! প্রথম নামে রয়েছে বড় চমক

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের (India) যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। এমতাবস্থায় ভারতে রেল নেটওয়ার্কের পাশাপাশি ন্যাশনাল হাইওয়েগুলিকেও (National Highway) সমানভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ।

আমাদের দেশে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম প্রতিটি প্রান্তই ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে সংযুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, দেশে ২০০-রও বেশি হাইওয়ে পৃথক পৃথক রাজ্যকে একে অপরের সাথে সংযুক্ত করেছে। এমতাবস্থায়, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে দেশের কোন হাইওয়েটি সবথেকে লম্বা? পাশাপাশি কতদূর পর্যন্তই বা বিস্তৃত রয়েছে সেটি? আসলে, অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। এছাড়াও, আমরা দেশের দীর্ঘতম কিছু হাইওয়ের বিষয়েও আপনাদের জানাবো।

১. NH 44: প্রথমেই জানিয়ে রাখি যে, ভারতের দীর্ঘতম হাইওয়ে হিসেবে বিবেচিত হয় ৪৪ নম্বর জাতীয় সড়ক। এই হাইওয়েটি প্রায় ৩,৭৪৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। ৪৪ নম্বর জাতীয় সড়ক জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয়ে সরাসরি দক্ষিণ ভারতের তথা তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী পর্যন্ত চলে গিয়েছে।

২. NH 27: এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২৭ নম্বর জাতীয় সড়ক। এই হাইওয়ের দৈর্ঘ্য হল ৩,৫০৭ কিমি। এটি পোরবন্দর এবং শিলচরকে সংযুক্ত করেছে।

৩. NH 48: এবারে আমরা যে হাইওয়েটির বিষয়টি উপস্থাপিত করব সেটি দিল্লি থেকে শুরু হয়ে চেন্নাই পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি হল ৪৮ নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটির মোট দৈর্ঘ্য হল ২,৮০৭ কিমি।

৪. NH 52: এদিকে, পাঞ্জাবের সংরুর থেকে কর্নাটকের আঙ্কলা পর্যন্ত বিস্তৃত রয়েছে দেশের ৫২ নম্বর জাতীয় সড়ক। এই ন্যাশনাল হাইওয়ের দৈর্ঘ্য হল ২,৩১৭ কিমি।

These are the longest national highways in the country

৫. NH 30: এছাড়াও, এই তালিকায় রয়েছে ৩০ নম্বর জাতীয় সড়ক। এটি উত্তরাখণ্ডের সিতারগঞ্জ থেকে তেলেঙ্গানার ইব্রাহিমপত্তনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। যেটির মোট দৈর্ঘ্য হল ১,৯৮৪ কিমি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর